পটুয়াখালী জেলার বৃহত্তর গলাচিপা উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সমাজে নানাবিধ অপরাধ প্রবনতা কমিয়ে আনার জন্য, নব নিযুক্ত একজন দক্ষ, অফিসার ইনচার্জ, শোনিত কুমার গায়েন কর্মক্ষেত্রে যোগদানের পর, দুর্গম চরাঞ্চলে এবং প্রতিটি ইউনিয়নে বড় বড় হাট বাজারে স্থানীয় বিভিন্ন শ্রেণীর পেশার প্রতিনিধি সহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, জন-প্রতিনিধি সমাজপতি, শিক্ষক, ইমাম, পুরোহিত ও সুধী মহলকে নিয়ে, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের মাধ্যমে সভা করে সারা ফেলেছে। এছাড়া গ্রামীন পর্যায়ে ফেরিঘাট, খেয়াঘাট প্রতিদিন রাতে পুলিশ সদস্যদের টহল ব্যবস্থা করে মানুষের নিরাপত্তা জোরদার করেছে। এ ছাড়া মাদক, নারী, শিশু পাচার গরু চুরি সন্ত্রাস ও জঙ্গি তৎপরতার অনুসন্ধান কার্যক্রমকে চিন্তাশীল, সুধী সমাজ গণ-মাধ্যম কর্মীরা এই তৎপরতাকে স্বাগত জানিয়েছে। গত ২৮ শে ডিসেম্বর/২২ তারিখ উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা হাটে বণিক সমিতি শ্রমিক সংগঠন পরিবহন ড্রাইভার শ্রমিক জন প্রতিনিধিদের সমন্বয়ে অপরাধ প্রবণতা কমিয়ে আনার লক্ষে থানা পুলিশের এক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। ঐ সভায়, গলাচিপা থানার অফিসার ইনর্চাজ শোনিত কুমার গায়েন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি গলাচিপা, জনাব মু: খালিদ হোসেন মিল্টন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন ও আমখোলা ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি মোঃ বশির হাং প্রমুখ।