দিনাজপুরের পার্বতীপুরে পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে ফলাফল বাতিল ও পূণরায় ভোট গ্রহনের দাবি জানিয়েছেন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পরাজিত দুই সদস্য পদ প্রার্থী মিনার হোসেন ও আনারুল হক। রোববার (১ডিসেম্বর) সকাল ১০টায় শহরের শ্রীমন বাগান বাড়ি ক্যাফেতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান মোরগ প্রতীকে নির্বাচনে অংশ নেয়া সদস্য প্রার্থী আনারুল হক। এসময় অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন আরেক পরাজিত টিউবওয়েল প্রতীকের সদস্য পদ প্রার্থী মিনার হোসেন ও তাদের শতাধিক সমর্থকেরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা ভ্যাটেরিনারি সার্জন আতিকুর রহমান ভোট গ্রহণ শেষে সকল ইভিএম এক রুমে নিয়ে যান। সেখানে ৩০ মিনিট কোন প্রার্থীর প্রতিনিধিকে প্রবেশ করতে দেওয়া হয়নি। শুধুমাত্র তালা প্রতীকের বিজয়ী প্রার্থী মোঃ আনোয়ার হোসেনের ছেলে সেকেন্দার আলী মির্জাকে ওই কক্ষে ডেকে নিয়ে রুদ্ধদার বৈঠক করেন প্রিজাইডিং অফিসার। পরে প্রার্থীর ছেলেসহ নির্বাচন সংশ্লিষ্টদের উপজেলায় নিয়ে গিয়ে অজ্ঞাত কারণে আড়াই ঘন্টা বিলম্বে কেন্দ্রের ফলাফল ঘোষনা করা হয়। সংবাদ সম্মেলনে অবিলম্বের ভোটের ফলাফল বাতিল ও পূণরায় ভোট গ্রহনের তারিখ ঘোষনার জন্য প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করা হয়। উল্লেখ্য, ৬ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোট তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।