রাজশাহীর সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে পাঠ্যপুস্তবক উৎসব দিবসে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। গত রোববার মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল কাদের। বই উৎসব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাদ্রাসার উপাধ্যক্ষ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আবুল কালাম আজাদ সহ সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপ¯ি’ত ছিলেন। অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল কাদের বলেন, সারাদেশে একই সাথে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়ার দু:সাহসীক পদক্ষেপ গ্রহণ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বই ছাপিয়ে বিনামূল্যে বিতরণ করে দেয়াটা খুব দু:সাহসীক কাজ। প্রতিবছর এভাবে বই তৈরি করে বাঁধাই করে ট্রাকে করে স্কুলে স্কুলে গ্রামেগঞ্জে পাহাড়ে পৌছে দেয়া এটি সহজ কথা নয়। তিনি আরো বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত ও প্রশিক্ষিত করে গড়ে তুলতে পারলে তারা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে। উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন,মাদ্রাসার শিক্ষা ব্যব¯’া আরো যুগোপৎ করে তুলতে সরকারের সুদৃষ্টি কামনা করছি।