পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় আওয়ামীলীগের মিথ্যা নাশকতার গায়েবী মামলায় জামিনে মুক্তি পেলেন বিএনপির ১২ নেতাকর্মী। বিএনপি সূত্রমতে জানা যায় গত ৮ সেপ্টেম্বর ২০২২ উপজেলা বিএনপির কেন্দ্রঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচী পালন করতে গিয়ে আওয়ামী স্বশস্ত্র বাহিনী হামলা করে অফিস ভাংচুর সহ অর্ধশতাধিক নেতা-কর্মীকে আহত করে ও মিথ্যা মামলায় শতাধিক নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ১৫০-২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা দায়ের করে। ঐ মামলায় আসামীরা বিভিন্ন মেয়াদে কারাভোগ করে জামিন লাভ করলেও ৪জন এজাহারনামীয় এবং অজ্ঞাত ৮জন আসামী ০১ মাস ০৬ দিন কারাভোগ শেষে ০৩ জানুয়ারি পিরোজপুর বিজ্ঞ দায়রা জজ আদালতে বিজ্ঞ কৌশলী এ্যাড: শাহআলম, এ্যাড: বাদল, এ্যাড: খায়রুল বাশার শামীম, এ্যাড: মনিরুল ইসলাম, এ্যাড: রহিমা আক্তার হাসি, এ্যাড: আকরাম আলী মোল্লা, এ্যাড: হেমায়েত মৃধা আসামীদের পক্ষে ২৯ ডিসেম্বর জামিন আবেদন করে ০৩ জানুয়ারি শুনানির দিনে জামিন লাভ করেন। নাজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন সহ বিএনপির ও বিএনপির অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল বহর নিয়ে কারাভোগকারী নেতা-কর্মী ১। রফিুকল ইসলাম ফরাজী, সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি, ২। সরদার সাফায়েত হোসেন শাহীন, ১নং মাটিভাংগা ইউনিয় বিএনপির সভাপতি, ৩। উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাজেদুর কবির রাসেল, ৪। বিএনপি নেতা রফিকুল ইসলাম টুকু, ৫। সাতকাছিমা ওয়ার্ড বিএনপির সেক্রেটারী লিয়াকত হোসেন রিপন ডাকুয়া, ৬। বিএনপি নেতা মুক্তা শেখ, ৭। সাবেক ছাত্রনেতা আবুল বাশার সুমন, ৮। যুবনেতা নাজমুল হোসেন শিকদার, ৯। ওয়ার্ড বিএনপি কর্মী আব্দুস সালাম, ১০। বিএনপি কর্মী আলামিন, ১১। বিএনপি কর্মী কাইউম সহ মোট ১২ নেতা-কর্মীদের জেলগেটে বসেই পুষ্পমাল্য দিয়ে বরণ করে নাজিরপুরে নিয়ে আসেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন,