সোমবার, ২০ মে ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন

নাটোরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

এনামুর রহমান চিনু নাটোর :
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মিরা। মঙ্গলবার শহরের কাঁদিভিটাস্থ আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মালেক শেখ, জেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোর্তজা আলী বাবল, নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুলুসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জনের পরে পুরো দেশ ও জাতি অধীর আগ্রহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য অপেক্ষায় ছিল। ১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশ ও জাতির আকাংখা পূরণ হয় এবং স্বাধীনতা পূর্ণতা লাভ করে। আলোচনা সভা শেষে গরীব ও দুস্থ শীতার্তদের মাঝে এক হাজার কম্বল বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com