পাবনায় অনুষ্ঠিত হয়েছে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে জেলা প্রশাসন এবং কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তর। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এ সেমিনারে মুল প্রবন্ধ পাঠ করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান। বক্তব্য দেন জেলা পাবনা কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ মোকসেদুল আলম ও পাবনা জেলা প্রেসক্লাবের সভাপতি ড. মোল্লা মোঃ কফিল উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান। সেমিনারে বক্তারা মানবপাচার রোধেনিরাপদ অভিবাসনের নানা প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেনউপপরিচালক স্থানীয় সরকার সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: জাহাঙ্গীর আলম, উপ-পরিচালক সমাজ সেবা অধিদপ্তর রাশেদুল কবির, বিসিক ডিজিএম, জেলা তথ্য অফিসার, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইনপত্রিকা’নতুন চোখ’ এর প্রকাশক এস এম আলম, সাংবাদিক রফিকুল ইসলাম সুইট, সাংবাদিক আব্দুল হামিদসহ সরকারী ও বেসরকারী উর্ধ্বতন কর্ম কর্তাবৃন্দ। আলোচনার এক পর্যায়ে পাবনা জেলা প্রেসক্লাবের সভাপতি ড. কফিল উদ্দিনের সাথে পাবনা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে জেল প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন অনুষ্ঠান শুরুর কয়েক মিনিটের মধ্যে মুলতবি ঘোষনা করেন এবং সম্মেলন কক্ষ ত্যাগ করেন। দুই প্রেসক্লাবের সভাপতির উত্তপ্ত বাক্য বিনিময় উপস্থিত সরকারী কর্ম কর্তাদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। উল্লেখ্য পাবনা প্রেসক্লাবের সভাপতি জেলা প্রেসক্লাবের সভাপতিকে লক্ষ্য করে কুরুচিপুর্ন বক্তব্য দিলে এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলে উপস্থিত একাধিক ব্যাক্তি এ প্রতিনিধিকে জানান। তারা বলেন, সাংবাদিকদের মধ্যে বিরোধ আলোচনা সভায় উত্তপ্ত বাক্য বিনিময় পাবনা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমানের ঠিক হয়নি। গ্রুপিং থাকতেই পারে, তাই বলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এমন পরিস্থিতি সৃষ্টি করা কারোই ঠিক হয়নি।