রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন

মৌলভীবাজারে মরহুম অটোরিক্সা চালকের জন্য দোয়া ও পরিবারকে অর্থসহায়তা প্রদান

শ. ই. সরকার জবলু মৌলভীবাজার :
  • আপডেট সময় শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

মৌলভীবাজারে হার্টএটাকে মৃতঃ অটোরিক্সা চালক আব্দুর রহিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তার পরিবারকে নগদ ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করেছে তার সংগঠন মৌলভীবাজার জেলা অটোটেম্পু, অটোরিকশা, বেবি, মিশুক, সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট- ২৩৫৯) এর অন্তর্ভুক্ত চৌমুহনা টু একাটুনা ইউনিট পরিচালনা কমিটি। চৌমোহনা টু একাটুনা ইউনিট কার্যালয় প্রাঙ্গনে সাধারণ সম্পাদক মোঃ হারুন মিয়ার সঞ্চালনায় ও সভাপতি মোঃ রুমেল চৌধুরীর সভাপতিত্বে গেলো বৃহস্পতিবার দুপুর ২টায় অনুষ্ঠিত এক অনাড়ম্বর দোয়া মাহফিল শেষে এ অর্থসহায়তা সহায়তা প্রদান করা হয়। অর্থসহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট পার্থ সারথি পাল। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা অটোটেম্পু, অটোরিকশা, বেবি, মিশুক, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনি ও চৌমোহনা টু একাটুনা ইউনিটের সাবেক সভাপতি বাহারুজ্জামান মাখন। উপস্থিত ছিলেন চৌমোহনা টু একাটুনা ইউনিটের সহ-সভাপতি মোঃ মতলিব মিয়া, কোষাধক্ষ জামাল আহমেদ, সদস্য জুবেল মিয়া, শাহজাহান মিয়া, কামাল আহমেদ, ইকবাল আহমেদ, শফিক আহমেদ, আব্দুল করিম, সাজ্জাদ মিয়া প্রমুখ। প্রধান অতিথি বলেন- যারা নতুন চালক আছেন তাদের দক্ষতার জন্য ওয়ার্কশপ প্রয়োজন হলে সেখানে আমি আপনাদেরকে সবধরনের সহযোগিতা করবো। এ ইউনিট কমিটি শ্রমিকদের টাকা শ্রমিকদের মাঝে ফিরিয়ে দিচ্ছে এবং আগামীতেও শ্রমিকদের পরিবারের পাশে থাকবে বলে আশা করি। বিশেষ অতিথি আজিজুল হক সেলিম বলেন- অনেকের একটা ভুল ধারণা আছে সাধারণ শ্রমিকদের দৈনিক টাকায় নেতৃবৃন্দ বাড়ি-গাড়ি বানায়। কিন্তু, বাস্তবতা একটু ভিন্ন। কেননা সড়ক দুর্ঘটনা, অসুস্থতা, বিয়ে, ঈদ উপহার ও মৃত্যুর পর পরিবারকে এককালীন নগদ অর্থসহায়তা প্রদানের মাধ্যমে শ্রমিকদের টাকা পুনরায় শ্রমিকদেরকে ফিরিয়ে দেয়া হয়। আমরা শ্রমিকদেরকে সুসংগঠিত করার জন্য সংগঠন করি, নিজের চাহিদার জন্য নয়। উল্লেখ্য- ১০ জানুয়ারি মঙ্গলবার চৌমোহনা টু একাটুনা ইউনিট স্ট্যান্ডের সিনিয়র অটোরিক্সা চালক আব্দুর রহিম আকষ্মিক হার্টএটাকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com