দিনের আলোতে কখনও উলঙ্গ হয়ে আবার কখনও অর্ধউলাঙ্গ হয়ে নানান দৃষ্টি ভঙ্গিতে ছাত্রীদের লক্ষ্য করে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে হেনস্থা করছে কয়েকজন বখাটে যুবক। এছাড়াও রাতে হলের দিকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করছে বখাটেরা। প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ছাত্রী হলের শিক্ষার্থীদের সাথে। এ নিয়ে হলের শিক্ষার্থীদের মধ্যে ভীতি ও অস্বস্তি তৈরি হয়েছে। তবে এসব কর্মকান্ডের সাথে জড়িতদের বখাটেদের শনাক্ত করতে পারছে না ববি’র শিক্ষার্থীর। তাদের ধারনা এরা সবাই বহিরাগত। ক্যাম্পাস এরিয়ার মধ্যে ছাত্রীদের সাথে এসব কর্মকান্ড নিয়ে তাদের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে অভিভাবক ও সচেতন মহলে। ছাত্রীদের অভিযোগ হল সংশিষ্টদের এ বিষয় অবহিত করা হলেও যথাযথ পদক্ষেপ পারিলক্ষিত হয়নি। ভুক্তভোগী একাধিক ছাত্রীরা জানান, ক্যাম্পাসের প্রাচীরের নিচ দিয়ে প্রবেশ করে প্রায় সময়ই সন্ধ্যা রাতে বা মধ্যে রাতে কয়েকজন যুবক আমাদের উদ্দ্যেশ্য করে অশালীন আচরণ করে। আবার অনেক সময় রাতে হলের পিছনের রাস্তা থেকে হলের দিকে চর্টলাইট জ্বালিয়ে ধরে রাখে। কখনও ইটপাটকেল নিক্ষেপ করে হলের দিকে। সম্প্রতি মুঠোফোনে ধারনকৃত ১৭ সেকেন্ড ও ২মিনিট ১৬ সেকেন্ডের দুটি ভিডিও প্রতিবেদকের হাতে আসে। ভিডিও তে দেখা যায় প্রাচীরের নিচের ফাঁকা জায়গা দিয়ে ক্যাম্পাস এরিয়ার ভিতরে ঢুকে এক যুবক শেখ হাসিনা ছাত্রী হলের পিছনে অর্ধউলঙ্গ হয়ে নানারকম আপত্তিকর অঙ্গভঙ্গি করছে। আবার কিছুখন পর নিজেই চলে যাচ্ছে। নাম প্রকাশে না করা শর্তে এক শিক্ষার্থী বলেন,‘ক্যাম্পাস এরিয়ার ভিতরে প্রবেশ করে এমন অসভ্য কাজকর্মের সাহস পায় কি করে?। এরকম কর্মকান্ড ভাষায় প্রকাশ করার মতো না। এখানে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা রুমে বসে বখাটেদের কারনে ঠিকমত পড়তে পারছি নাহ। এর একটা সমাধান চাই। আমাদের হলের পিছনের রাস্তায় সিকিউরিটি চাই। আরেক শিক্ষার্থী বলেন, এসব ঘটনার সম্মুখীন নাহলে বোঝা যাবে নাহ বিষয়টা কতটা অস্বস্তিকর। হল সংশ্লিষ্টদের কয়েকবার জানিয়েছি কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। তাই এবার আবার আমরা সরাসরি প্রক্টর স্যারকে জানিয়েছি। তবে এবিষয়ে কিছুই জানেন না শেখ হাসিনা হলের প্রভোস্ট রেহেনা পারভিন। তিনি বলেন, আমি প্রতিদিন অফিসের সাথে যোগাযোগ রাখি। কিন্তু এ ধরনের কোনো অভিযোগ আমার কাছে আসে নাই। এবিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, ‘শিক্ষার্থীরা আমাকে বিষয়টি অবহিত করলে আমি বিষয়টি পুলিশকে জানিয়েছি এবং উত্ত্যক্তকারীদের ছবিও পুলিশকে দেওয়া হয়েছে। তারা এদের শনাক্তকরনে কাজ করছে। আশাকরি বিষয়টি সমাধান হবে।