বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
নড়াইলে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ব্রহ্মপুত্রের ভাঙ্গন রোধের দাবীতে শিক্ষার্থী ও এলাকাবাসির মানববন্ধন নিলাম ডাকে সিন্ডিকেটের কবলে রৌমারী কাস্টমস মঠবাড়িয়ায় পূজা মন্ডপের বাড়তি নাম দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ ভালো নেই নিম্ন আয়ের মানুষ দুবেলা খেয়ে পরে বেঁচে থাকার সংগ্রামে টিকে থাকার লড়াই গলাচিপায় শহিদ সাবেক সংসদ সদস্য আলহাজ¦ শাহজাহান খান এর স্মরণসভা এবং খুনিদের বিচার দাবী যুব নারী-পুরুষ ও প্রতিবন্ধিদের দক্ষ উদ্যোত্তা তৈরীর লক্ষে পিরোজপুরে শীর্ষক অবহিতকরণ সভা বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথির মোহাম্মদের আহ্বান এডভোকেট আলিফের খুনিদের কঠোর শাস্তি হবে : নাহিদ ইসলাম আজ থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলবে জাহাজ

সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশনে মাসব্যাপী মেলা ও লোকজ উৎসবের উদ্বোধন আজ

মাসুম মাহমুদ (সোনারগাঁও) নারায়ণগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে মাসব্যাপী মেলা ও লোকজ উৎসব উদ্বোধন হচ্ছে আজ। মেলার উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নেত্রকোনা-০৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, নারায়ণগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান এ্যাড. সামসুল ইসলাম ভূইয়া, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। স্বাগত বক্তব্য রাখবেন ফাউন্ডেশনের পরিচালক এস এম রেজাউল করিম, আলোচক হিসিবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চিত্রশিল্পি এবঙ লোক ও কারুশিল্প অনুরাগী মোহাম্মদ আবুল হাশেম খান। দেশের ঐহিত্যবাহী লোক ও কারুশিল্পের নিদর্শন সংগ্রহ সংরক্ষন, প্রদর্শন ও পুনরুজ্জীবিত করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই প্রতি বছর এ মেলার আয়োজন করা হয়। ইতিমধ্যে মেলার স্টল বরাদ্দ ও নির্মান কাজ শেষ হয়েছে। দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে এবারের উৎসব ও মেলায় দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কারুশিল্পীদের প্রদর্শনী, লোক জীবন প্রদর্শনী, পুতুল নাচ, বায়স্কোপ, নাগর দোলা, গ্রামীন খেলা প্রদর্শন করা হবে। এ বছর কর্মরত কারুশিল্পীদের প্রদর্শনীর ৩২টি স্টল সহ ১০০টি স্টল রয়েছে। ফাউন্ডেশনের ভেতরে শিল্পাচার্য জয়নুল আবেদিন কারুশিল্প যাদুঘর এবং লোক ও কারুশিল্প যাদুঘর। এ দুটি যাদুঘরে স্থান পেয়েছে প্রায় পাচঁ হাজার প্রাচীন লোক ও কারুশিল্প । লোক ও কারুশিল্প জাদুঘর এশিয়ার অন্যতম বৃহত্তর কারুশিল্প জাদুঘর, গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক। এছাড়া এ বছর মুন্সিগঞ্জ ও মৌলভী বাজারের শীতল পাটি, মাগুরা ও ঝিনাইদহের শোলা শিল্প, রাজশাহীর শখের হাড়ি ও মুখোশ। চট্টগ্রামের তালপাতার হাতপাখা, রংপুরের শতরঞ্জি, সোনারগাঁওয়ের জামদানী, বগুড়ার লোকজ খেলনা, প্রতিদিন সন্ধ্যায় লোকজ মঞ্চে পালাগান, বাউল গান, জারিসারি গান, হাছন রাজার গান, গ্রামীন খেলা হা-ডু-ডু, কানামাছি অনুষ্ঠিত হবে। এ যাদুঘরে রয়েছে গ্রামীন লোক জীবনের নানান উপাদান যেমন, কৃষক পরিবারের ঢেঁকিতে ধান ভানার দৃশ্য, লাঙ্গল কাধে মাঠে যাওয়া ও পালকিতে নববধুর আগমনের দৃশ্য পটচিত্র ও মুখোশ গ্যালারি নদী মাতৃক বাংলাদেশের সাম্পান আর বজরা সহ বৈচিত্রময় নৌকার মডেল। মেলায় কাঠ খোদাইয়ের বিভিন্ন উপাদান পালকিতে জমিদার-সহ গ্রাম বাংলার কারিগরদের নানা দৃষ্টিনন্দন কাজ লোক সংঙ্গীত লোকজ অলংকার ভাওয়াইয়া গানের ভাইয়ের সেই গাড়ীর চিত্র। মেলা উপলক্ষে পুরো ফাউন্ডেশন চত্বরকে সাজানো হয়েছে বর্নিল সাজে। দর্শনার্থীদের বিনোদনের জন্য ফাউন্ডেশনের লেকে নৌকায় চড়ে ঘুরে বেড়ানোর ব্যবস্থা করা হয়েছে। সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক এসএম রেজাউল ইসলাম বলেন, ইতোমধ্যে মেলার সকল প্রস্ততি নেয়া হয়েছে। করোনা ভাইরাসের কারনে গত কয়েক বছর মেলা বন্ধ থাকায় আশা করা যাচ্ছে এবছর লোকজ মেলা জমে উঠবে। আশাবাদ ব্যক্ত করে পরিচালক আরো বলেন, এই লোকজ মেলা বাংলাদেশের আর কোথাও হয়না, গ্রামীণ সংস্কৃতির মায়ায় সোনারগাঁওয়ের ঐতিহাসিক জাদুঘর দর্শনার্থীতে ভরে উঠবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com