বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ

রাউজানে হযরত শেখ আনছার আলী (রা.) দুইদিনব্যাপী ওরশ মাহফিল

মুহাম্মদ নাজিম উদ্দীন মিঞাজি (রাউজান) চট্টগ্রাম :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

আল্লাহর অলিদেও পথে মতে চলতে পারলেই আল্লাহ রাসুল পাওয়া সম্ভব। কারন সান্নিধ্যে এসে মানুষ, অন্যায় অবিচার ও পাপাচার কার্য থেকে মানুষ দূরে থাকে। যার কারনে মানুষ আল্লাহ ও রাসুলের পথে চলার পথ সুগম হয়। আর সেই রখম অলিয়ে কামেল ও এলাকার আলোকবর্তীকা হিসেবে কাজ করছেন যুগশ্রেষ্ঠ অলিয়ে কামেল মুসকিলে কোশা হযরত শেখ আনছার আলী শাহ (রহ.)। উপজেলার পূর্ব গুজরা বড়ঠাকুর পাড়াস্থ দরবারে আনছারিয়া ময়দানে হযরত মৌলানা শেখ আনছার আলী শাহ (রা.)’র দুইদিনব্যাপী বার্ষিক ৭৯তম ওরশ মাহফিলের গতকাল সমাপনী দিনে বক্তারা এ কথা বলেন। ওরশ পরিচালনা কমিটির সভাপতি শাহাজাদা এডভোকেট এম.আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পূর্ব গুজরা মোহাম্মদীয়া মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ মো.আবু মোস্তাক আলকাদেরী। প্রধান আলোচক ছিলেন পূর্ব গুজরা মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার আরভী প্রভাষক হওযরত মাওলানা ছালামত রেজা কাদেরী। আলোচক ছিলেন মগদাই বায়তুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা জাফর আহম সিদ্দিকী। দুইদিনব্যাপী মাহফিলে তকরীর করেন রাউজান মহিলা আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন, মোহাম্মদীয়া মাদ্রাসার সাবেক উপধ্যক্ষ হযরতুল আল্লামা আবদুল মাবুদ নঈমী, মাওলানা ইসহাক মুনিরী, মাওলানা মো.মাহাবু, মাওলনা জাবের উদ্দীন, দরবারে আনছারিয়া মাজার মসজিদের খতিব মাওলানা ইলিয়াছ হোসাইন নূরী, মাওলানা আশেকুর রহমান আলকাদেরী, মাওলনা আলাউদ্দীন, মাওলানা হাফেজ হাসান ইমাম, মাওলানা জমির উদ্দিন, মাওলানা আবদুল কাদের, মাওলানা মোহাম্মদ ওয়াহিদ, মাওলানা অলিয়র রহমান, মাওলানা মোশারফ হোসেন আলকাদেরী। দুই দিনব্যাপী হুজুরের ওরশ বিভিন্ন কর্মসূচির মধ্যছিল খতমে কোরআন, খতমে গাউছিয়া, জিকির আছকার, পুষ্পস্তবক অর্পন, রাতব্যাপী মিলাদ মাহফিল ও বাদে ফজর তবরুক বিতরণসহ নানা কর্মসূচি পালন করে। এদিকে গাউসিয়া কমিটির পক্ষ থেকে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদনকালে হযরত মাওলানা শেখ আনসার আলী শাহ ইউনিট শাখার নেতৃবৃন্দ, প্রতিবছরের ন্যায় বড়ঠাকুর পাড়া বার আউলিয়া ওরশ পরিচালনা কমিটির পক্ষ থেকে ইমাম ফকির, আমানত আলীর বাড়ির পক্ষে পারভীন আকতার, মুহাম্মদ হাসে আহমেদ ও তোফায়েল আহমেদ, হযরত মাওলানা শেখ আনসার আলী শাহ স্মৃতি সংসদ, বড়ঠাকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধা জানান। উল্লেখ্য ওরশে বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ধর্মপ্রাণ সুন্নি জনতার সমাঘম ঘটে ও দেশ এবং মুসলিম উম্মার সাফল্য কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলনা ইসহাক মুনিরী ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com