গত ২৭/০১/২০২৩ ইং রোজ শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, ঢাকা কর্তৃক চাপাইন, সাভারে এক বন্যপ্রাণী সাপ্লায়ার এর গোডাউনে অভিযান পরিচালনা করে শতাধিক বন্যপ্রাণী (মদনা টিয়া, টিয়া, তিলা ঘুঘু) জব্দ করা হয়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন্য প্রাণী পরিদর্শক নার্গিস সুলতানার নেতৃত্বে সার্বক্ষনিক দিকনির্দেশনা প্রদান করেন ডঈঈট এর পরিচালক জনাব সানাউল্লাহ পাটোয়ারী। উপস্থিত ছিলেন জুনিয়র ওয়াল্ড লাইফ স্কাউট, বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট, সাদেকুল ইসলাম জুনিয়র, আরো উপস্থিত ছিলেন মো ঃ কামরুল ইসলাম জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট, উপস্থিত ছিলেন বন্য প্রাণী দমন ইউনিটের বাগান মালী মোঃ জসিম উদ্দিন বন্যপ্রাণী সাপ্লায়ার এর বিরুদ্ধে পি.ও.আর. মামলা প্রক্রিয়াধীন। জব্দকৃত পাখিগুলি মন্ত্রণালয় এবং বন অধিদপ্তরের সম্মানিত অফিসারদের উপস্থিতিতে প্রকৃতিতে বন্যপ্রাণী পাখিগুলো অবমুক্ত করে দেওয়া হয়।