শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন

ডাকাতির প্রস্তুতিকালে ফরিদগঞ্জে অস্ত্র ও মাদকসহ ৩ জন আটক

এমরান হোসেন লিটন (ফরিদগঞ্জ) চাঁদপুর :
  • আপডেট সময় শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্র ও ২৪৫ পিস ইয়াবা সহ ৩ জনকে আটক করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ। শুক্রবার ভোর রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী গ্রামের জোড়কবর এলাকা থেকে তাদেরকে আটকের পর ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। এবং শনিবার (২৮ জানুয়ারি) তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়। আটককৃতরা হলো, ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পুর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের সেকান্দর রাঢ়ীর ছেলে রতন ওরফে রতন রাঢ়ী(৩৩), একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মনির হোসেন(৩২) ও মিজানের ছেলে রাকিব হোসেন(২৪)। এদের মধ্যে রতনের বিরুদ্ধে আগের ১২টি ও মনিরের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ধারালো চাপাতি, ছোরা, কুড়াল, রড ও কাটার। ফরিদগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী গ্রামের জোড়কবর এলাকায় ১০/১৫জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিয়ে একটি বাগানে অবস্থান করছে। গোপনে এমন তথ্য পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে এ ৩জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ২৪৫ পিস ইয়াবাও উদ্ধার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে ডাকতির প্রস্তুতি, অবৈধ দেশিয় অস্ত্র রাখার অপরাধে অস্ত্র আইনে ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১)এর ৯(ক) ধারায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আ; মান্নান জানান, আটককৃতদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। শনিবার সকালে তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com