শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন

দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর বার্ষিক সাধারণ সভা

মির্জা আহসান হাবিব পটুয়াখালী :
  • আপডেট সময় শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর বার্ষিক সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারী ২০২৩ শনিবার সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ গিয়াসউদ্দিন এর সভাপতিত্বে এ সভা শুরু হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আফজাল হোসেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ হাফিজুর রহমান হাফিজ, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, দি-পটুয়াখালী চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি খন্দকার সামসুল ইসলাম বাবুল,সহসভাপতি মোঃ মিজানুর রহমান মনির খানসহ পরিচালনা পর্ষদের পরিচালক বৃন্দ। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মোঃ গিয়াসউদ্দিন এর স্বাগত বক্তব্যর মধ্যে দিয়ে বার্ষিক সাধারণ সভা শুরু হয়। বিগত সভার কার্যবিবরনী পাঠ করেন পরিচালনা পর্ষদেরপরিচালক মাহমুদ কামাল। বিগত বৎসরের চড়াই উৎরাই পার করে দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আজ এ পর্যায়ে এসে পৌছেছে। পটুয়াখালী জেলার ব্যবসায়ীদের সুখ দুঃখের এই প্রতিষ্ঠান সব সময় ব্যবসায়ীদের পাশে ছিল ভবিষ্যতে ও থাকবে এমনটাই স্বাগত বক্তব্য বললেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মোঃ গিয়াসউদ্দিন। উক্ত বার্ষিক সাধারণ সভায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাধারণ সদস্য, ব্যবসায়ীবৃন্দ, আমন্ত্রিত অতিথি বৃন্দ ও সুশীল সমাজের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com