ফরিদপুরের নগরকান্দায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেই সাথে শাহিদ শেখ নামের ছয় মাসের সাজাপ্রাপ্ত একজনকে আটক করেছে নগরকান্দা থানা পুলিশ। এবং শনিবার দুপুরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার রুমে এ প্রসঙ্গে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিল ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন এর উপস্থিতিতে সাংবাদিকদের প্রেস ব্রিফ করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিল। শুক্রবার রাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওয়ারেন্ট ভুক্ত আসামীদের গ্রেফতারের অভিযান পরিচালনা করতে গেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুরাপাড়া ইউনিয়ন হতে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয় নগরকান্দা থানা পুলিশ। পরে দেশীয় অস্ত্রের মধ্যে ছিলো ২৮টি ঢাল, সঁরকি, রানদা,বল্লভ ইত্যাদি। ওই রাতেই উপজেলার চরযশোরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের মৃত মালেক শেখের ছেলে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি শাহিদ শেখ(৪৯)কে আটক করেছে পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিল, এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেনসহ অন্যান্ন অফিসাররা উপস্থিত ছিলেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন এবিষয় নিশ্চিত করে বলেন এটা আমাদের নিয়মিত অভিযান। এধারা চলমান থাকবে। মহামান্য আদালতের নির্দেশ মানতেই এ অভিযান পরিচালনা করে থাকে পুলিশ। এব্যাপারে পুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির বলেন পুলিশ সহিংসতা প্রতিরোধে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে। তাই পুলিশকে ধন্যবাদ জানাই। এর আগে পুরাপাড়া ইউনিয়নের গোয়ালদী গ্রামবাসী ১৯ জানুয়ারী দেশীয় অস্ত্র জমা দেন।