ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেল। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামশেদ, উপজেলা মৎস কর্মকর্তা এস.এম. মাহাবুল হাসান, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিক বৃন্দ। সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট এর পক্ষ থেকে এক প্রতিবন্ধি শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও উপজেলা সদরের যানজট নিরসন পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিশেষ আলোচনা করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ অন্যান্য অপরাধ জনিত কার্যক্রম প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।