টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রথমবারের মতো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল খেলায় জেলা চ্যাম্পিয় ও বিভাগীয়পর্যায়ে রানার্সআপ দলের বিজয়ী ধনবাড়ী নারী ফুটবল দলের সেরা খেলোয়ার রোসানার। বাড়ি নির্মাণকাজ এর শুভ উদ্বোধন। রোসানার বাড়ি ধনবাড়ী পৌর শহরের পানকাতা গ্রামের ৫নং ওয়ার্ডে তার বাড়ি। নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন, ধনবাড়ী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান সুমন, এ সময় উপস্থিত ছিলেন, উচ্ছল কনস্ট্রাকশন এর কর্ণধার পাইস্কা বালিকা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসউদুল আলম উচ্ছল, পাইস্কা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন তালুকদার খেলোয়াড় রোকসানার কোচ জহিরুল ইসলাম মিলন, ধনবাড়ী উপজেলা নিজেরা করি ভূমিহীন সমিতির সংগঠনের সাধারণ সম্পাদক সামছুল হক, সহ আরো অনেকেই। টাঙ্গাইল জেলা নারী ফুটবল দলের সাফল্যের পর নিয়ে রোকসানা বাড়িতে যান রোকসানার স্কুলের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন এবং ম্যানেজিং কমিটির সভাপতি মাসউদুল আলম উচ্ছল। এ সময় সামাজিক অনলাইন পত্রিকা ঢাকা পোস্টও যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জাতীয় পর্যায়ে ফুটবল খেলে কৃতিত্ব রাখা জেলা জয়ী সেরা খেলোয়ার রোকসানার জরাজীর্ণ বাড়ির ছবি ভাইরাল হয়। বিষয়টি ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআসলাম হোসাইন এবং উপজেলার চেয়ারম্যান, আলহাজ্ব হারুনার রশিদ হীরা নজরে এলে তারই ধারাবাহিকতার জেলা সেরা খেলোয়াড় রোসানার বাড়ি নির্মাণের নির্দেশ দেন তার। যার পরিপ্রেক্ষিতে এ বরাদ্দকৃত সের খেলোয়াড় রোকসানার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসলাম হোসাইন বলেন, অনুমোদিত ড্রয়িং ও বাজেট অনুযায়ী রোসানার ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। যেন দ্রুত সময়ে মানসম্পন্ন বাড়ি নির্মাণকাজ সম্পন্ন হয় তার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অন্যদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন বলেন, ঘরের কাজ আগামী দুই মাসের মধ্যেই সম্পন্ন করা হবে। ঘরটি নির্মাণে ব্যয় হচ্ছে ২ লক্ষ ৮৪ হাজার টাকা। রোকসানার স্কুল পাইস্কা বালিকা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, মাসউদুল আলম উচ্ছল বলেন টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ায় তিনি এখন ধনবাড়ী তথা টাঙ্গাইল জেলার নাম উজ্জ্বল করেছেন জাতিয় পর্যায়ে। তার খেলা ও অর্জন দেখে গ্রামের মানুষও বেশ খুশি। তার এই অর্জনে গর্বিত সারা টাঙ্গাইল জেলা সহ ধনবাড়ীর মানুষ। ধনবাড়ী উপজেলার মেয়েদের এমন অর্জন দেখে আমরা ধনবাড়ী উপজেলা বাঁশি গর্বিত।