চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে সড়ক দখল, মূল্য তালিকা না রাখা, অ-স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ২৩ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার নাজিরহাট বাজারে অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির রাহমান সানি। এ সময় সার্বিক সহযোগিতা করেন ফটিকছড়ি থানা পুলিশ ও নাজিরহাট বণিক সমিতির নেতৃবৃন্দরা। এ সময় অবৈধভাবে রাস্তা দখল, নোংরা পরিবেশে খাবার পরিবেশন, মূল্য তালিকা প্রদর্শন না করা ইত্যাদি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২, ৫৩ ও ৩৯ ধারায় ২৩ টি প্রতিষ্ঠানকে পঁচানব্বই হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এবং পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার আইন- ২০১০ এর ১৪ ধারায় তাজ উদ্দিন নামে এক ব্যবসায়ীকে পাঁচহাজারসহ সর্বমোট ১ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রাহমান সানি বলেন, উপজেলার নাজিরহাট বাজারে অবৈধভাবে সড়ক দখল, মূল্যতালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ২৩ দোকানীকে সর্বমোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।