মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন

আল ইমাম ইসলামিক সেন্টার আল কোরআন ও হাদীসের সঠিক জ্ঞান বিতরণে ভূমিকা পালন করছে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

তাফসীরুল কুরআন মাহফিলে ড. সাইয়্যেদ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরী 
বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন ড. সাইয়্যেদ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরী বলেন,তরুণদের মাঝে আল কোরআন ও হাদীসের সঠিক জ্ঞান ছড়িয়ে দিতে হবে। তাহলেই তারা যোগ্য নাগরিক হিসেবে দেশ ও উম্মাহর খেদমতে আত্মনিয়োগ করার মতো দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে ওঠবে। মির্জাপুর বাওয়ার কুমারজানী আল ইমাম সেন্টার সেই মহৎ কাজই করছে। বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে তরুণরা মাদক,সন্ত্রাস,পর্ন ও জঙ্গিবাদের ফাঁদে পড়ে নিজের,পরিবারের, দেশ ও জাতির ক্ষতি করছে। তাদের বাঁচাতে হলে বাংলা ভাষায় ইসলামের শিক্ষা ছড়িয়ে দিতে হবে। মসজিদের ইমামরা বাংলা ভাষায় খুতবা দিলে তা সবার জন্য বোঝা সহজ হবে। আমি মনে করি, এ কাজে আল ইমাম ইসলামী সেন্টারসহ সব ইমামরা আন্তরিকতার সাথে ভূমিকা রাখবেন। তিনি গত ৬ ফেব্রুয়ারি সোমবার রাতে মির্জাপুর মহিলা কলেজ মাঠে রুহুল আমীন ইমাম প্রতিষ্ঠিত আল ইমাম ইসলামিক সেন্টার আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে এ কথা বলেছেন।
ড. মুফতি সালাউদ্দিন আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে পবিত্র গ্রন্থ আল কুরআনের তাফসীর আরও ওয়াজ করেছেন মাওলানা জহিরুল ইসলাম জিহাদী, মাওলানা ফরিদ হোসাইনও ক্বারী মাওলানা মহসীন আল মামুন। তাফসীরুল মাহফিলে অন্যান্যদের উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, আওয়ামী লীগ নেতা ইকরাম ফারুক, টাংগাইল জেলা আর্দশ মাদ্রাসা শিক্ষক ফেডারশেন সভাপতি অধ্যক্ষ মওলানা আব্দুল্লাহ তালুকদার,জামায়াত নেতা কাজী হায়দার আলী প্রমুখ। মাহফিলটি পরিচালনা করেন কাণ্ডারী জহিরুল ইসলাম।
সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরী বলেন, মানুষকে আগে ইলম (জ্ঞান ) অর্জন করতে হবে এরপর ইমান মজবুদ করতে হবে। মাহফিলে উপস্থিত মুসলমানদের ইসলামি জ্ঞান অর্জনের আহবান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com