বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবময় ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান করা ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট- দি বেবী টাইগার্স এর ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বেলা ১২টায় দীঘিনালা সেনানিবাসে ৪ই দি বেবী টাইগার্স’র ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রীতিভোজ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যদেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি। এসময় তিনি বলেন, ‘দি বেবী টাইগার্স পার্বত্য এলাকায় শান্তি ও শৃংঙ্খলা রক্ষায় সুনামের সাথে কাজ করে যাচ্ছে। বেবী টাইগার্সের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মতো গৌরব রয়েছে। পার্বত্য অঞ্চলে অভিযানিক ও প্রশিক্ষণের মধ্যে দিয়ে কৃতিত্ব অর্জন অব্যাহত রেখেছে।’ এসময় তিনি ৪ই দি বেবী টাইগার্সের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইউনিটের সকল সামরিক অফিসার সদস্যদের অভিবাদন এরআগে ৪ই দি বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্নেল রুমন পারভেজ, পিএসসি আমন্ত্রিত অতিথিদের অভিবাদন জানান। পরে প্রধান অতিথি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ আমন্ত্রিত অতিথি ও ইউনিটের সকল পর্যায়ের সদস্যদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটেন। এসময় ৪ই দি বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর নাহিদ হাসান পিএসসি, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী, সামরিক কর্মকর্তা, ইউনিটের সকল স্তরের সৈনিক, স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলার গণ্যমান্য উপস্থিত ছিলেন।