সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন

আওয়ামী লীগ সরকার সকল তরুনদেরকে তথ্য প্রযুক্তিতে দক্ষ হিসেবে গড়ে তুলার জন্য কাজ করে যাচ্ছে-জুনায়েদ আহমেদ পলক

কামরুল হাসান (ধোবাউড়া) ময়মনসিংহ :
  • আপডেট সময় সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

আওয়ামী লীগ সরকার সকল তরুনদেরকে তথ্য প্রযুক্তিতে দক্ষ হিসেবে গড়ে তুলার জন্য কাজ করে যাচ্ছে। এবং এই তরুণরাই এক সময় প্রযুক্তিতে বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।প্রতিমন্ত্রী আরো বলেন, “আমাদের তরুণ তরুণীদের জব ক্রিয়েটর হতে হবে,তারুণ্যের মেধা এবং প্রযুক্তির শক্তিকে যদি আমরা একত্রিত করে দিতে পারি তাহলেই বিশ্ব জয় করা সম্ভব।” রবিবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলায় গারো ব্যাপ্টিষ্ট কনভেনশন এর বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, ধোবাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ফাতেমা জান্নাত, ধোবাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা টিপু সুলতান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, জেলা পরিষদ সদস্য জালাল উদ্দিন সোহাগ সহ গারো সম্প্রদায়ের সর্বস্তরের সদস্যরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com