সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন

বদরগঞ্জে অর্ধ শতাধিক সড়ক পাকাকরণের অভাবে জন দুর্ভোগ চরমে

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

রংপুরের বদরগঞ্জ উপজেলায় এখনো যোগাযোগ ব্যবস্থার পুরোপুরি সুফল পাচ্ছেনা সাধারন মানুষ। পৌর শহরের অদুরে প্রতিটি ইউনিয়নে রয়েছে কমবেশি চলাচলের অনুপযোগী অর্ধ শতাধিক কাঁচা সড়ক।
সারা বছর এসব কাঁচা সড়কের বুকচিরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাচল করে থাকে ছোট বড় হাজার হাজার যানবাহন। অথচ ভাঙ্গা চোরা সড়ক সংস্কার ও কাঁচা সড়ক পাকাকরন করে জনগনের ভোগান্তি লাঘব করতে যথাযথ কর্তৃপক্ষের কোন নজরদারী নেই। সম্প্রতি উপজেলার সর্বত্র সড়ক পাকাকনের জন্য জনগনের উথ্থাপিত দাবীর আলোকে বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে গ্রামাঞ্চলগুলোতে সব চেয়ে বেশি যোগাযোগ ব্যবস্থার নাজুক অবস্থা বিরাজ করছে। কোন কোন ব্যস্ততম এলাকায় দীর্ঘদিন ধরে সড়ক পাকাকরনের পরিকল্পনা গ্রহণ করা হলেও অজ্ঞাত কারণে তা বাস্তবায়ন করা হচ্ছেনা। আবার কোথাও কোথাও এমন কিছু দুর্গম সড়ক পাকাকরন করা হচ্ছে, যেসব সড়ক দিয়ে লোকজন তেমন একটা চলাচল করেনা। এছাড়াও কর্তৃপক্ষের সড়ক উন্নয়ন পরিকল্পনার ধীরগতির কবলে পড়ে পাকা সড়কের স্বপ্ন দেখা প্রত্যান্ত অঞ্চলের মানুষগুলো কর্তৃপক্ষের প্রতি বিশ^াস হারিয়ে ফেলছে। এপ্রসঙ্গে কালুপাড়া ইউনিয়নের শংকরপুর সরকারপাড়া গ্রামের কৃষক লোকমান হোসেন আক্ষেপ করে বলেন, আমাদের গ্রাম থেকে গুটির ডাঙ্গা ইউনিয়ন পরিষদের দুরত্ব মাত্র দেড় কিলোমিটার। কিন্তু সরকারপাড়া হয়ে গুটিরডাঙ্গা কাঁচাসড়ক পাকাকরনের অভাবে এই এলাকার মানুষ অতি জরুরী প্রয়োজন ছাড়া কখনো পরিষদে যায়না। দামোদরপুর ইউনিয়নের গুদামপাড়া গ্রামের দীনেশ চন্দ্র জানান, বদরগঞ্জ পৌর শহর থেকে আমাদের গ্রামের দুরুত্ব মাত্র দেড় কিলোমিটার। অথচ এই টুকু সড়ক পাকাকরনের অভাবে আমাদেরকে ভ্যান রিক্সায় চড়ে আট কিলোমিটার পথ অতিক্রম করে শহরে আসা যাওয়া করতে হয়। একইভাবে লোহানীপাড়া ইউনিয়নের মনিরেরপাড়া গ্রামের আশরাফুল ইসলাম বলেন, এই এলাকার সাদিয়াপাড়া-কুড়াপাড়া মাত্র দেড় কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরনের অভাবে হাজার হাজার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। বর্ষায় হাটু কাদা ও শুকè মৌসুমে ধুলোবালু মাড়িয়ে আমাদেরকে শহওে যেতে হয়। এছাড়াও এই এলাকার আরো অনেক কাঁচা সড়ক রয়েছে। যেগুলো পাকাকরন করা হলে মানুষ সত্যিকারে উন্নয়নমুখী বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থার পুরোপুরি সুফল পাবে। এবিষয়ে গতকাল মঙ্গলবার বদরগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আসাদুজ্জামান বাপ্পি বলেন, পর্যাক্রমে উপজেলার সকল কাঁচা সকড় পাকাকরন করা হবে। তবে যে সব সড়ক আইডিভুক্ত করা আছে সেগুলো সড়কের কাজ আগে করা হবে। এরই ধারাবাহিকতায় সড়ক উন্নয়নের কাজ চলবেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com