ফরিদপুরের নগরকান্দায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ভিটামি এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুকি কমান এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে, উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইফতেখার আজাদ এর সভাপতিত্বে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ওসি তদন্ত বিকাশ চন্দ্র মন্ডল, মেডিকেল অফিসার অভিজিৎ সাহা, তাহমিনা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপা ঘোষ, সাংবাদিক বৃন্দ, স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্টরা। ২০ ফেব্রুয়ারী সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত উপজেলার ২১৭ টি ক্যাম্পে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।প্রতিটি কেন্দ্রে তিনজন করে সেচ্ছাসেবী কাজ করবে। ৬ মাস হতে ১১ মাসের ৪ হাজার ১শত ৫১ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ হতে ৫৯ মাসের ২৬ হাজার ২ শত ৫৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইফতেখার আজাদ বলেন এ ক্যাপসুল খাওয়ানোর ফলে দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়, রাতকানা রোগ হতে রক্ষা করে, কোন পার্শ^প্রতিক্রীয়া নাই, ক্যাম্পেইন উপলক্ষে ব্যাপক হারে প্রচার অভিযান চালানো হয়। যদি কোন শিশু কোন কারনে ক্যাম্পে এসে ক্যাপসুল খেতে না পারে, তাহলে তাদেরকে হাসপাতালে থেকে খাওয়ানো যাবে।