অর্থ-বাণিজ্যের মাধ্যমে বরিশঅল জেলার গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা ও গৌরনদী পৌর বিএনপির কমিটি ঘোষণার প্রতিবাদে ও ঘোষিত কমিটি সমূহ প্রত্যাহারের দাবিতে তৃনমূল নেতা কর্মীরা উত্তপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (২০) ফেব্রয়ারী সোমবার বেলা ১১ টায় নগরীর সদর রোডের জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও নগরীতে বিক্ষোভ মিছিল করে গৌরনদী-আগৈলঝাড়া ও গৌরনদী পৌরসভা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুল অর্থের বিনিময়ে গৌরনদী-আগৈলঝাড়া ও গৌরনদী পৌরসভা বিএনপির কমিটি ঘোষনা করেছে। কমিটিতে যাদের স্থান দেওয়া হয়েছে তারা ১/১১ সংস্কার পন্থি, জাতীয় পার্টি থেকে আসা ও ব্যাবসাযীদের নিয়ে কমিটি গঠন করেছে। যারা বিএনপির আন্দোলন সংগ্রামে মিছিল-মিটিং ও মামলা সহ আওয়ামী নেতাকর্মীদের হাতে বার বার লাঞ্ছিত হয়েছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তাই সদ্য ঘোষিত গৌরনদী-আগৈলঝাড়া ও গৌরনদী পৌরসভা বিএনপির কমিটি প্রত্যাহার ও উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করার দাবি জানান। পাশাপাশি ত্যাগী ও বঞ্চিতদের নিয়ে নতুন কমিটি ঘোষনার দাবি জানান। বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা এস.এম আফজাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আফজাল হোসেন লাল্টু, উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক গৌরনদী সরকারী কলেজের ভিপি আ.ফ.ম রশিদ দুলাল, সদস্য উত্তর জেলা বিএনপি এস এম মনিরুজ্জামান মনির, আবুল হোসেন, মনজুর হোসেন মিলন, শফিকুর রহমান স্বপন শরীফ, মোঃ আকতার হোসেন বাবুল, তাইফুর রহমান কচি, শাহ মোঃ বকতিয়ার, মোঃ মাহবুবুর রহমান, আনোয়ার সাদাত তোতা, মোঃ মহফুজ মোল্লা, জাহিদুল ইসলাম পান্না ও মোঃ আরিফ হোসেন প্রমুখ। পরে তারা নগরীতে সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবীতে নগরীতে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যলয়ে এসে শেষ করে। অপরদিকে বরিশাল উত্তর জেলা আওতাধীন সদ্য ঘোষিত বরিশাল মুলাদী উপজেলা ও পৌর কমিটি সহ জেলার বাখেরগঞ্জ উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবীতে বঞ্চিত ও ত্যাগী নেতা কর্মীদের মধ্যে উত্তপ্ত বিরাজ করছে।