রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন

গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতেই তত্ত্বাবধায়ক সরকার দরকার

শাহ্জাহান সাজু:
  • আপডেট সময় শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

বিএনপির চলমান গণআন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা
চলমান গণআন্দোলনের পরবর্তী যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ৪ মার্চ দেশব্যাপী সকল মহানগরের অন্তর্গত থানায় পদযাত্রা করবে দলটি। গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীতে দেশব্যাপী সকল মহানগরের অন্তর্গত সকল থানায় পদযাত্রা সফল করে গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানো, দমন-নিপীড়ন বন্ধ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং গণবিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি আদায়ে সরকারকে বাধ্য করতে চলমান গণ-আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী জেলা পদযাত্রায় নেতৃত্ব প্রদানকারী কেন্দ্রীয় নেতৃবৃন্দও স্ব স্ব পদযাত্রা থেকে যুগপৎ আন্দোলনের পরবর্তী এই কর্মসূচি ঘোষণা করেছেন। গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতেই তত্ত্বাবধায়ক সরকার দরকার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দরকার। এটাই জনগণের প্রধান দাবি। এই ন্যায্য দাবি আদায়ের জন্যই বিএনপি আন্দোলন করছে, কোনো অন্যায় দাবি নিয়ে নয়। গয়েশ্বর বেগম খালেদা জিয়াসহ মিথ্যা মামলায় আটক সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি দাবি করেন। গতকাল শনিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা বিএনপির পদযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার কথায় কথায় বলে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কিন্তু সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্যই তা বাতিল করেছে। সংবিধান মানুষের জন্য, মানুষ সংবিধানের জন্য, এটি কোনো ধর্মগ্রন্থও নয়। জাতির প্রয়োজনেই আবার সংবিধান পরিবর্তন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
এ সময় আরো বক্তব্য দেন- জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চু, হুমায়ুন কবীর খান, কাজী সাইয়েদুল আলম বাবুল, মেয়র মুজিবুর রহমান, জেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক পেরা, ভিপি হেলাল উদ্দিন, শাহজাহান ফকির, হুমায়ুন কবীর মাস্টার, শাখাওয়াত হোসেন সেলিম, শাখাওয়াত হোসেন সবুজ, রাশেদুল হক, ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, ভিপি ইব্রাহিম, ইকবাল শেখ, জেলা যুবদলের সভাপতি আতাউর রহমান মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান মুন্না, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী ও সাধারণ সম্পাদক গুলনাহারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ পদযাত্রয় অংশ নেন। পুলিশের বাধা উপেক্ষা করে পদযাত্রাটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর রাজবাড়ি সড়ক প্রদক্ষিণ করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com