কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় বাউল সম্রাট সাধক লালন সাঁইজির আখড়ায় শনিবার ৪ মার্চ থেকে বিকেলে থেকে তিন দিন ব্যাপি শুরু হচ্ছে লালন স্মরণোৎসব। এই উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে লালন আখড়া বাড়ীতে দেশের ও বিদেশি বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লালন ভক্তরা এসে জমায়েত হয়েছে ।জানা যায়, লালন ফকির জীবিত থাকাকালীন তার শিষ্য অনুসারীদের নিয়ে প্রতি বছর দোল পূর্ণিমায় এই উৎসব পালন করতেন। এই বছর দোল পূর্ণিমার দিন অর্থাৎ ৭ মার্চ মুসলিম উম্মার ধর্মীয় অনুষ্ঠান শবে বারাত হাওয়ার কারণে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে লালন সামরণোৎসবের অনুষ্ঠান তিন দিন এগিয়ে এনে ৪ মার্চ নির্ধারণ করা হয়। এবং ৪, ৫,৬ এ মার্চ এই সামরণোৎসবের অনুষ্ঠান চলবে।এদিকে লালন স্মরণোৎসব এর আয়োজন সফল করতে কুষ্টিয়া জেলা প্রশাসন এবং জেলা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। লালন আখড়া সংলগ্ন মাঠ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও জেলা পুলিশ কুষ্টিয়া পক্ষ থেকে সিসি ক্যামেরা স্থাপন করা সহ খোলা হয়েছে কন্ট্রোল রুম। এছাড়াও লালন আখড়া ও এর আশে পাশের এলাকায় পেশাক ও সাদা পোশাকে বিপুল পরিমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জেলা পুলিশ সুত্রে জানা গেছে। স্বরণোৎসবের উদ্বেধনী অনুষ্ঠান সন্ধা ৬টা অনুষ্ঠিত হবে । উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া সদর – ৩ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পদক মাহবুবউল আলম হানিফ এমপি। এছাড়ও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া – ৪ কুমারখালী, খোকসার সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, কুষ্টিয়া-১, দৌলতপুর এর সংসদ সদস্য আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশা এমপি, কুষ্টিয়ার পুলিশ সুপর মোঃ খাইরুল আলম, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান এবং কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খাঁন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আগজর আলী, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান খাঁন, কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং বিজ্ঞ পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী, নাগরিক কমিটি কুষ্টিয়ার আহ্বায়ক ডাঃ এস. এম. মুস্তানজিদ, কুষ্টিয়া প্রেস ক্লাব’র (কেপিসি) সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। লালন স্মরণোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রফেসর ও সাবেক উপ-উপাচর্য ড. মোঃ শাহিনুর রহমান। এছাড়ও আলোচক হিসাবে হিসাবে উপস্থিত থাকবেন লালন মাজারের খাদেম মোহাম্মদ আলী। উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছ বক্তব্য রাখবেন, লালন একাডেমি কুষ্টিয়ার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার এবং লালন একাডেমি কুষ্টিয়া’র এ্যাডহক কমিটির সদস্য ও কুমারখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।
উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসাবে বক্তব্য রাখবেন, লালন একাডেমি কুষ্টিয়া’র এ্যাডহক কমিটির সদস্য ও অতিরিক্ত পিপি শহিদুল ইসলাম। উদ্বেধনী অনুষ্ঠান এবং আলোচনা সভা শেষে রাত ৮ টা থেকে লালন একাডেমী কুষ্টিয়ার পরিবেশনায় শুরু হবে লালন লালন সংগীতানুষ্ঠান।