গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেল বায়না কিনে না দেয়ায় মায়ের সাথে অভিমান করে ১৮ বছরের এক যুবকের আত্মা হত্যা করার সংবাদ পাওয়ার গেছে। ঘটনাটি ঘটেছে রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের বরাইয়া উত্তর পাড়া এলাকার মৃত করফোল বেগমের বাড়িতে। নিহত ওই যুবক মিনহাজ খান একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কাউলিতা গ্রামের চৌকিদার গোলজার খানের ছেলে। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে রোববার দুপুরে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে। থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম জানান, নিহতের লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে নিহতের পরিবারের লোকজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে মিনহাজ তার হতদরিদ্র মায়ের নিকট মোটরসাইকেল কিনে দেয়ার বায়না ধরে। ছেলের চাহিদা পূরন করতে না পারায় অভিমান করে গলায় গামছা পেচিয়ে ঘরের আড়ার সাথে ফাঁসি লাগিয়ে আত্মাহত্যা করে সে। নিহতের মা লাইলী বেগম জানান, রোববার সকালে আমি বাজার- সদাই করতে স্থানীয় আওড়াখালী বাজারে যাই। পরে সেখান থেকে বাড়িতে এসে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পাই। পরে ডাক-চিৎকার করলে বাড়ির লোকজন এসে ঘরের দরজা ভেঙে ভিতর ঢুকে মিনহাজকে ঘরের আড়ার সাথে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয়। দীর্ঘদিন যাবত ছেলে মোটরসাইকেল কিনে দেয়ার জন্য বায়না ধরে আসছিল। আমি হতদরিদ্র তাই ছেলের চাহিদা পূরন করতে পারিনি। তাই সে ক্ষোভে অভিমান করে এ ঘটনা ঘটায়।