সোমবার, ২০ মে ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন

ধনবাড়ীতে উচ্চ ফলনশীল রপ্তানি যোগ্য আলু ফসলের মাঠ দিবস

জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল :
  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০২৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে উচ্চ ফলনশীল রপ্তানি যোগ্য আলু ফসলের পারফরম্যান্স যাচাইয়ের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ বুধবার সকালে ধনবাড়ির নল্লা মমতাজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএডিসি’র চেয়ারম্যান গ্রেড-১ আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি। ঢাকা বিএডিসি মান সম্পন্ন বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোড়দারকরণ প্রকল্পের মাধ্যমে এ মাঠ দিবেসর আয়োজন করে। কোয়ালিটি কন্ট্রোলার মোঃ শামীম হোসেনএর সঞ্চালনায় ঢাকা বিএডিসির প্রকল্প পরিচালক মো. আবীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএডিসির সদস্য পরিচালক মোঃ মোস্তাফিজির রহমান, মহাব্যবস্থাপক প্রদীপ চন্দ্র দে, যুগ্ম পরিচালক মো. রিয়াজুল ইসলাম, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা, ধনবাড়ী মালতি হিমাগারের ভারপ্রাপ্ত উপ-পরিচাল কৃষিবিদ নজরুল ইসলাম। মধুপুর বিএডিসি হিমাগারের উপ-পরিচালক অনুপ কুমার সেন ধনবাড়ী উপজেলা কৃষি অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুল উপজেলার চুক্তি বদ্ধচাষি স্বপন কুমার ঘোষ, ইয়াসির আরাফাত বাবু, কাকন প্রমুখ। মাঠ দিবসে স্থানীয় কৃষক, চুক্তিবদ্ধ চাষি, বিএডিসির কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। সানশাইন, ক্যারোলাস, অ্যালুইটি, কুইনইন, এডিসন, সান্তানা, কুম্বিকা মিউজিকাসহ ২০টি রপ্তানিযোগ্য রোগপ্রতিরোধী উচ্চফলনশীল বীজ আলুর আবাদ হয়েছে ধনবাড়ীতে। প্রচলিত জাতগুলোর যেখানে হেক্টরপ্রতি ২০ থেকে ২২ মেট্রিক টন উৎপাদন হয় সেখানে উচ্চফলনশীল আলু’র ফলন পাওয়া গেছে ৪০ থেকে ৪৩ মেট্রিক টন। বিএডিসি’র চেয়ারম্যান গ্রেড ১ আব্দুল্লাহ সাজ্জাদ এমডিসি মো. আবু জাফর বলেন, ‘রোগ প্রতিরোধী এবং অধিক ফলন হওয়ায় সারাদেশে কৃষক পর্যায়ে এ জাতের বীজ আলু ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নিয়েছে বিএডিসি’। আলুর নতুন নতুন জাত সম্প্রসারণে কৃষকদের নিয়ে প্রদর্শনী “প্লট স্থাপন ও মাল্টিলোকেশন ট্রায়াল” এর মাঠ দিবস অনুষ্ঠিত হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com