সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন

যে কোন সময় গণবিস্ফোরণ ঘটতে পারে: গয়েশ্বর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এই অবৈধ সরকারের আমলে যারা গ্রেফতার হয়েছেন তাদের মুক্তি চাইব না। তবে আমরা তাদের মুক্ত করব। যে কোন সময় গণবিস্ফোরণ ঘটতে পারে।
গতকাল বৃহস্পতিবার নয়া পল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ সকল রাজবন্দীর মুক্তি এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নারী ও শিশু অধিকার ফোরাম মানববন্ধনের আয়োজন করে। তিনি বলেন, মানুষ ডানে তাকাচ্ছে না, বামেও তাকাচ্ছে না। তাকাচ্ছে সামনের দিকে। এদেশের মানুষ গণতন্ত্র চায়। গণতন্ত্র শুধু বিএনপি’র একার জন্যই নয়। সবাইকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঐক্যবদ্ধ হতে হবে।
নতুন কোনো ফাঁদ তৈরি করে আর কিছু দালাল বেচাকেনা করে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই জানিয়ে গয়েশ্বর বলেন, হাজার বছর থেকে সবাই জানেন অসত্য সব সময় পরাজিত হয়। সত্যর জয়লাভ হয়। কিন্তু মিথ্যা কখনো জয়লাভ করতে পারে না। তাই বলব জেলের তালা খুলে দেন। বন্দীদের মুক্তি দেন। বেগম খালেদা জিয়ার বাড়ির তালা খুলে দেন। তাকে মুক্তভাবে চলতে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com