বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা জনগণের সকল অধিকার কেড়ে নিয়েছে। তাই এ সরকারকে যত দ্রুত হটানো যাবে, জাতির জন্য ততই কল্যাণকর।
তিনি আরো বলেন, বিনা ভোটের বর্তমান সরকারকে দেশের জনগণ বিশ্বাস করে না। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। এই লক্ষ্যে দেশে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার আন্দোলন গড়ে উঠেছে। আমাদেরকে সকল ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে এই আন্দোলন গতিশীল করতে হবে এবং বাস্তব রূপ দেয়ার জন্য রাজপথে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। শনিবার দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে উপজেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান মেহমানের আলোচনায় তিনি উপরোক্ত কথা বলেন। জেলা আমির মো: আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠিত রুকন সম্মেলন বিশেষ মেহমান হিসেবে আলোচনা রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক ও সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম প্রমুখ।