কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবীতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ? ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ফরিদপুর প্রেসক্লাবের সামনে উক্ত কর্মসূচি পালন করা হয়। উক্ত মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য হাতেম সিদ্দিকী, বাংলাদেশ শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সভাপতি আবুল হাসেম সিদ্দিকী, আঞ্চলিক সভাপতি (ফরিদপুর) সিদ্দিকুর রহমান, বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি আঃ রহিম মিয়া সদর থানার সভাপতি কে এম ইউসুফ আলী, ফরিদপুর সদর শিক্ষক নেত্রী দীপিকা সাহা, আব্দুর রহিম, সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইয়াকুব আলী, ফরিদপুর শিক্ষক কমিটির সহ-সভাপতি খলিলুর রহমান, চরভদ্রাসন উপজেলার সভাপতি শামসুদ্দিন আহমেদ সদর উপজেলা শাখা সভাপতি জাহাঙ্গীর ম-ল। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। উক্ত মানব বন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি সংগঠন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষার উন্নতিকল্পে ব্যাপক ভূমিকা রেখেছেন। বাংলাদেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজ মানবতার জীবন যাপন করছেন। মানসম্মত শিক্ষা গ্রহনের সমান সুযোগ সৃষ্টি, মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করা এবং শিক্ষা ক্ষেএে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে অবিলম্বে বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবী জানান। এছাড়া উল্লেখিত দাবী আদায়ের লক্ষ্য (মঙ্গলবার) কেন্দ্রীয় কর্মসূচী মোতাবেক ফরিদপুর জেলার সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দুই ঘন্টা কর্মবিরতি পালনের আহবান জানান। মানববন্ধন কর্মসূচী শেষে একটি বিক্ষোভ মিছিল ফরিদপুর প্রেসক্লাবের সামনে হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক, ফরিদপুরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়। এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে উপস্থিত হয়।