শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮৭তম সভা অনুষ্ঠিত অন্তর্র্বতীকালীন সরকারকে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে -আমান শ্রীমঙ্গলে নারী চা শ্রমিক-কর্মজীবী নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য নিয়ে সংলাপ কালীগঞ্জে সরকারি মাহতাব উদ্দিন কলেজে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম : আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত-নিহতদের স্মরণসভা দেশবিরোধী চক্রান্তকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে-রেজাউল করিম বাদশা দুর্গাপুরে আইনজীবীদের মানববন্ধন কয়রায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ সভা ও সাংস্কৃতিক ইসকন নিষিদ্ধের দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের প্রতিবাদে জলঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ দুর্গাপুরে শেষ হলো দুইদিন ব্যাপি কৃষিবিষয়ক প্রশিক্ষণ

আজ নাজিরহাট পৌরসভা নির্বাচন : ইভিএমে ভোট গ্রহণ নৌকা-জগ প্রতীকের মধ্যে হবে লড়াই?

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম :
  • আপডেট সময় বুধবার, ১৫ মার্চ, ২০২৩

আজ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার দ্বিতীয়বারের মতো নির্বাচনের ভোটগ্রহণ। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে সব ধরণের প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন। নির্বাচনে মেয়র-কাউন্সিলর মিলিয়ে ১৩টি পদে ৫৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র পদে ভোটের লড়াইয়ে আছেন পাঁচজন। তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ কে জাহেদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জগ মার্কা প্রতীকে ইসমাইল গণি, নারকেল গাছ প্রতীকে নাসির উদ্দিন চৌধুরী, মোবাইল প্রতীকে আনোয়ার পাশা, চামচ প্রতীকে জাহাঙ্গীর চৌধুরী। তাদের মধ্যে আনোয়ার পাশা ও জাহাঙ্গীর চৌধুরী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। জানা যায়, নির্বাচনে আওয়ামী লীগ থেকে ডজন খানেক নেতাকর্মী মেয়র পদে মনোনয়নপত্র কিনেন। তবে শেষ পর্যন্ত নৌকার প্রতীক পান সাবেক ছাত্রনেতা ও কলামিস্ট এ কে জাহেদ চৌধুরী। দলীয় পদ পদবীর বাইরেও সজ্জন ব্যক্তি বলে পরিচিত জাহেদ চৌধুরীর এলাকায় আছে নিজস্ব একটি অবস্থান। তবে বিএনপি- জামায়াত ও হেফাজত অধ্যুষিত এলাকা বলে পরিচিত নাজিরহাটে পূর্বসূরীদের মতো তার জন্যও নির্বাচনী বৈতরণী পার করা কঠিন হবে। এ ছাড়া আছে দলের দুই বিদ্রোহী প্রার্থী। এরমধ্যে দলের শক্তিশালী বিদ্রোহী প্রার্থী দানবীর আনোয়ার পাশার কারণে তাকে সবচেয়ে বেশি বেগ পোহাতে হবে। প্রবীণ আওয়ামী লীগ নেতা আনোয়ার পাশার পক্ষে নাজিরহাটের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা তৌহিদুল আলম বাবুর অনুসারীদের পরোক্ষ সমর্থন রয়েছে। গতবারের পৌরসভা নির্বাচনেও তৌহিদ বাবুর অনুসারীরা নৌকার প্রার্থী মুজিবুল হকের বিরুদ্ধে গিয়ে পাশার পক্ষে কাজ করেছিল। এই নির্বাচনে নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন জগ মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ইসমাইল গণি। সৎ ও নীতিবান বলে পরিচিত এই তরুণ আইনজীবী অল্পদিনেই চষে বেড়িয়েছেন পৌরসভার অলিগলি। বর্তমানে কোনো রাজনীতিতে জড়িত না থাকলেও এক সময় শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। যে কারণে স্থানীয় জামায়াত-শিবির ও বিএনপি সমর্থকদের সমর্থন পাচ্ছেন তিনি। এ ছাড়া নিজে কওমি ঘরানার হওয়ায় এবং বাকি ৪ মেয়র প্রার্থী তরিকতপন্থি হওয়ায় কওমি মাদ্রাসাকেন্দ্রিক হেফাজত সমর্থকদের বড় অংশের ভোট তার পক্ষে যাওয়ার আভাস পাওয়া যাচ্ছে। এদিকে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন না করার ঘোষণা দেওয়ায় মেয়র পদে প্রার্থী দেয়নি বিএনপি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত নির্বাচন করছেন পৌরসভা বিএনপি’র সদস্য ও ধনাঢ্য ব্যবসায়ী নাসির উদ্দিন চৌধুরী। দলীয় কার্যাক্রমে তেমন তাকে দেখা না গেলেও ভোটের বৈতরণী পার হতে নিজেকে বিএনপি সমর্থিত প্রার্থী বলেই দাবি করছেন স্থানীয় ঝংকার সিনেমা হলের মালিক এই ব্যবসায়ী নেতা। যদিও উপজেলা ও জেলা বিএনপি’র দাবি নাজিরহাট পৌরসভা নির্বাচনে তাদের কোনো প্রার্থী নেই। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটের দিন ২২টি কেন্দ্রে ৯ জন ম্যাজিস্ট্রেট কাজ করবেন। এ ছাড়া ভোটার ও ভোটগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের স্ট্রাইকিং ফোর্স, পুলিশের ও র‌্যাবের মোবাইল টিম ও ৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির রাহমান সানি বলেন, ’সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। এ ছাড়া আচরণবিধির মোবাইল কোর্ট চলমান আছে। প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন না করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।’ জেলা সহকারী আঞ্চলিক কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তারিফউজ্জামান জানান, পৌর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা। পুরো পৌরসভা নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। এক্ষেত্রে তিনি প্রার্থী ও ভোটারদের সার্বিক সহযোগিতাও কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com