শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন

নগরকান্দায় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন ও পুলিশের মতবিনিময় সভা

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০২৩

ফরিদপুরের নগরকান্দায় আসন্ন রমজান মাসে নিত্যপ্রোয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রনে রাখতে উপজেলা প্রশাসন ও নগরকান্দা থানা পুলিশের আয়োজনে ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর বাজারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক। আসন্ন রমজান মাসে যেন কোনভাবেই দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাজার দরের চেয়ে বেশি না নেওয়া হয়, সে বিষয়ের উপর আলোচনা করা হয়। কোন প্রকার কারো বিরুদ্ধে দাম বেশি নেওয়ার অভিযোগ পাওয়াগেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সকলে জানান। এছাড়া ও  বাজারে টয়লেটের বিশেষ প্রয়োজনের উপর জোর দেন উপস্থিত ব্যাবসায়ীরা। বাজারের গলীপথে এলোমেলো ভাবে যানবাহন চলাচলের কারনে প্রায় সবসময়ই যানজট লেগেই থাকে। এলোমেলো ভাবে অটোরিকশা, ভ্যান যত্রতত্র পার্কিং করাই যানজটের মুল কারন বলে সকলেই জানান। তার একটা সমাধান করার আশ্বাস দেন আয়োজকেরা। এসময় আরো উপস্থিত ছিলেন নগরকান্দা বাজার বণিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলু, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান টিটু, কোষাধ্যক্ষ ও প্যানেল মেয়র জাকির হোসেন জাকারিয়া, শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেছা বালিকা উচ্চ বিদয়ালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুব আলী মিঞা, এমএন একাডেমির সাবেক শিক্ষক সাইয়াদুর রহমান বাবলু, এস আই কিবরিয়া, মীর আল আমিন বাবু, আবুল খায়ের মাষ্টার, ব্যাবসায়ী জাকির হোসেন পক্ষি মাতুব্বর, বলা মাতুব্বর, আনোয়ার হোসেন, উৎপল সাহা প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com