শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৫১ অপরাহ্ন

আশ্রয়হীন ও গৃহহীনমুক্ত ঘোষাণার অপেক্ষায় কাশিয়ানী

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

মাননীয় প্রধানমন্ত্রীর একটি মহতী ও মানবিক উদ্যোগ “সবার জন্য বাসস্থান”এই মহতী উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসাবে সারাদেশের গরীব,অসহায়,ছিন্নমুল গৃহহীন ও আশ্রয়হীন মানুষকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। ক-শ্রেণী যাদের জমি নেই,খ-শ্রেণী যাদের জমি আছে ঘর নেই, গ শ্রেণী যাদের জমি আছে ,জরাজীর্ণ ঘর আছে। ক-শ্রেণী যাদের জমি নেই তাদেরকে আশ্রায়ন ও গুচ্ছ গ্রামে পূর্ণবাসন করা হচ্ছে। খ- শ্রেণী যাদের জমি আছে ঘর নাই এই শ্রেণীকে নিজ জমিতে গৃহ নির্মান করে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যলয়ের আশ্রয়ণ-২ প্রকল্প ও ভূমি মন্ত্রনালয়ের গুচ্ছ গ্রাম প্রকল্প হতে সারাদেশে “সবার জন্য বাসস্থান” নিশ্চিত করা হচ্ছে। এই ধারাবাহিকতায় গোপালঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার গরীব, অসহায়, ছিন্নমুল গৃহহীন, আশ্রয়হীন মানুষ পাচ্ছে আশ্রয়ণ ও গুচ্ছ গ্রাম প্রকল্পে আশ্রয়ের ঠিকানা। বসবাস করবার জন্য গৃহহীনরা পাচ্ছে জমিসহ একটি করে ঘর। এই প্রকল্প বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিস দীর্ঘদিন যাবত চালাছিলো ঘর নির্মানের ব্যাপক কর্মযজ্ঞ। সরেজমিনে গিয়ে দেখাযায়, কাশিয়ানী উপজেলার ১ নং মহেশপুর ইউনিয়নের বাঐখোলা গ্রামে সরকারি খাস জমির উপর গুচ্ছ গ্রাম নির্মান করা হয়েছে। এই গুচ্ছ গ্রামে ২০টি আশ্রয়হীন পরিবারকে পূর্ণবাসন করা হয়েছে। পূর্ণবাসিদের মধ্যে শান্তা বেগম, রিজিয়া বেগম জানায়, আমাদের ২০টি পরিবারের কারো কোন জায়গা জমি ও ঘরবাড়ি ছিলো না। গুচ্ছ গ্রামে সরকারী ভাবে আমাদের জন্য সুন্দর ভাবে বসবাসের জন্য একটি পৃথক ঘরসহ রান্নাঘর,টয়লেট,নলকুপ (টিউবয়েল) প্রভৃতি করে দেওয়া হয়েছে। আমরা ব্যাপক ভাবে উপকৃত হয়েছি। আমারা সরকার প্রধান শেখ হাসিনার জন্য দোয়া করি দেশে সবার জন্যে সে যেন এ ভাবেই আশ্রহীনদের ঠিকানা করে দিতে পারে। কাশিয়ানীর শিল্পী বেগম বলেন আমরা সবাই মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণ খুলে দোয়া করি । তাদের সকলের চোখে মূখে খুশির আমেজ বিরাজ করছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরান হোসেন জানান,উপজেলার ১৪টি ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীনদের জন্য উপজেলা বিভিন্ন স্থানে সরকারি জমির উপর নিমার্ণ করা হয়েছে মোট ৬৩৪ টি ঘর। ইতিপূর্বে ৫৩৪ টি ঘর গৃহহীনদের মধ্যে বিতরণ করা হয়েছে। আগামীকাল ২২ মার্চ প্রধানমন্ত্রীর ভিডিও কণফারেন্সের মধ্যে দিয়ে ১০০ টি পরিবারকে জমিসহ ঘরের চাবি হস্তান্তর করবেন । আর সেই সাথে কাশিয়ানী উপজেলা গৃহহীন মুক্ত ঘোষনা হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান এ প্রতিবেদককে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর “সবার জন্য বাসস্থান ”উদ্যেগের সারথী হয়ে এলাকার দুইজন সাংসদের নির্দ্দেশনা ও নেতৃত্বে এবং জেলা প্রসাশক স্যারের সার্বিক তত্তবধায়ন ও পযর্বেক্ষনে কাশিয়ানী উপজেলায় “জমি আছে ঘর নাই”আওতায় আমরামোট ৬৩৪ টি পরিবারের জন্য একটি করে ঘর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতপূর্বক নির্মাণ কাজ শেষ করেছি। ইতিপূর্বে ৫৩৪ টি ঘর উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কণফারেন্সের মধ্যে দিয়ে বাকি ১০০ টি পরিবারকে জমিসহ ঘরের চাবি হস্তান্তর করবেন। আর সেই সাথে গৃহহীন মুক্ত হবে কাশিয়ানী উপজেলা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com