সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:২২ অপরাহ্ন

মুক্তিযোদ্ধা সংসদের ভোটার তালিকায় রাজাকার-অমুক্তিযোদ্ধাদের নাম থাকার অভিযোগ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনী তফসিল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২০মে ২০২৩ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। কিন্তু এ নির্বাচন কেন্দ্র করে মুক্তিযোদ্ধাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এবিষয়ে মুক্তিযোদ্ধাদের সংগঠন ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা খ. ম আমীর আলী বলেন, সম্প্রতি ২০ মে ২০২৩ তারিখ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন ঘোষণা করা হয়েছে। কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের ভোটার তালিকায় রাজাকার এবং অমুক্তিযোদ্ধাদের নাম সন্নিবেশিত থাকায় তালিকা সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট যথারীতি আবেদন থাকার পরেও মুক্তিযোদ্ধাদের ভোটার তালিকা সংশোধন করা হয়নি। গতকাল রাজধানীর রিপোর্টারস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বীর মুক্তিযোদ্ধাগান উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে খ.ম আমীর আলী আরো বলেন, সারা দেশে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রস্তুতপূর্বক নির্বাচন অনুষ্ঠিত না হলে সারাদেশেই বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বৈষম্য এবং কোলাহল সৃষ্টি হবে, যার ফলে মুক্তিযোদ্ধাদের চেতনা ভুলন্ঠিত হওয়ার আশঙ্কা থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com