বগুড়া জেলার আদমদীঘি থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পনেরো পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বনপুকুর উত্তরপাড়া এলাকার আহম্মাদ প্রামাণিকের ছেলে শামীম হোসেন(৪০) এবং আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের সিংগাহার গ্রামের জালাল উদ্দীনের ছেলে সাফি খান(৩০) আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ছাতারবাড়ীয়া গ্রাম থেকে মাদকসহ উল্লেখিত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের তল্লাশি করে ১৫ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বুধবার দুপুরে আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।