যুক্তরাজ্যে অবস্থান করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকা ব্যক্তিগত চিকিৎসক দলের চার সদস্য দেশে ফিরেছেন। গতকাল শনিবার দুপুর ১টার দিকে ঢাকায় পৌঁছান তারা। ঢাকায় ফেরা চিকিৎসকদের মধ্যে রয়েছেন- ডা. এফ এম সিদ্দিকী, ডা. মো. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুর উদ্দিন আহমদ ও ডা. জাফর ইকবাল। বাকি দুজন ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ও মোহাম্মদ আল মামুন থাকছেন বিএনপি চেয়ারপারসনের সঙ্গেই রয়েছেন। এর আগে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে গত শুক্রবার লন্ডন সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তারা।