রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
শত্রু থেকে দেশকে রক্ষা করতে ঐক্যবব্ধভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ সরস্বতী পূজা আজ এসবিএসি ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ইসলামী ব্যাংকের সিলেট জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত এখন অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান শহীদ আলাউদ্দিনের স্ত্রী শেখ মুজিবের স্বৈরতন্ত্র হাসিনা ফিরিয়ে আনেন: আলী রীয়াজ কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে তৌহিদুলের মৃত্যু নিয়ে আইএসপিআরের বিবৃতি বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে, ছাত্ররা ক্যাম্পাসে : রিজভী দ্য ইকোনমিস্টের প্রতিবেদন: বিদেশি সহায়তা বন্ধ করে নিজের পায়ে ‘কুড়াল মারছে’ আমেরিকা সাত কলেজের সমন্বয়ে পৃথক বিশ্ববিদ্যালয়ের কাজ চলছে

কৃষক মোহাম্মদ আলীর ভুল কীটনাশকে কপাল পুড়লো

আবুল কাশেম জামালপুর :
  • আপডেট সময় বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

ধান গাছে পোকামাকড় দমন রোধে কৃষকের দিন দিন কীটনাশকের ব্যবহারের মাত্রা যেন বেড়ে যাচ্ছে তেমনি ফসলের উচ্চ ফলনশীল আশায় অনেকেই কষ্ট করে হলেও রাসায়নিক কীটনাশক স্প্রে করেন থাকেন এতে সঠিক পরিমান রাসায়নিক কীটনাশক ও কৃষি কর্মকর্তার পরামর্শ না পেয়ে অনেকেই নানান ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছেন। তেমনী ভুলবশত কীটনাশকের পরিবর্তে যদি আগানাশক ব্যাবহার করে থাকেন তাহলে তো মহাবিপদ তেমনী এমন এক ঘটনা ঘটেছে জামালপুরের বকশীঞ্জ উপজেলা সেকেরচর গ্রামে মোহাম্মদ আলী নামে কৃষকের প্রায় ১৫ বিঘার মতো ফসল পুড়ে ছাই হয়ে গেছে। হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন কৃষক এতে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছেন প্রায় ল্যাক্ষাদিক টাকার ধানের আবাদি ফসল। জানায়ায়, মাজরা পোকা দমনে চলতি মৌসুমে বাজার থেকে কৃষিবিধি এর পরামর্শে সাইফুল ট্রেডার্স এর দোকান থেকে ১৫ বিগা জমির জন্য কীটনাশক ক্রয় করেন। রবিাবারে বিকাল তিনটায় কীটনাশক স্প্রে করার জন্য কৃষক মোহাম্মদ আলী দিনমজুর চাঁন মিয়াকে তার মটর মেশিন থেকে বিষ নিয়ে স্প্রে করার জন্য বলে। কিন্তু ভুলক্রমে এক সঙে আগাছানাশক ও রাসায়নিক থাকায় তিনি আগাছানাশক বিষ প্রয়োগ করেন। বিষ প্রয়োগের তিন দিন পর মোহাম্মদ আলী বিষয়টা জানতে পারলেও তিনী কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী বিষক্রিয়া নষ্ট করার জন্য পানি ও পটাশ ব্যাবহার পরেও কোন ফসল বাঁচানো যাইনি। ধীরে ধীরে সব ফসল নষ্ট হয়ে যায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com