রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:৫৪ পূর্বাহ্ন

দাউদকান্দিতে মানববন্ধন

কুমিল্লা উত্তর প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের কুশিয়ার গ্রামের রাস্তা বহাল ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী সোমবার(১০ এপ্রিল) দুপুরে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সচেতন মহলের আয়োজনে কুশিয়ারা ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীরা জানান, ভরাটকৃত খালটি পুনরায় খনন না করে জনস্বার্থে রাস্তা বহাল ও ড্রেন নির্মাণে দাবি জানান তারা? গ্রামবাসীরা আরো জানায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে আশ্রয়ন প্রকল্পের সুবিধার্থে রাস্তাটি পাকাকরন ও ড্রেন নির্মাণের সিদ্ধান্ত নেন। এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রামের অধিকাংশ মানুষ সাধুবাধ জানান কিন্তু কতিপয় কিছু অসাধু ব্যক্তি স্বার্থে এবং ভূমিহীনদের আশ্রয়ন প্রকল্প বন্ধ করে সরকারি উন্নয়নের কর্মকান্ডে বাধা সৃষ্ঠি করতে বারোমাসী মৈত্রী মৎস্য চাষ প্রকল্পকে কৃষি জমি দেখিয়ে রাস্তাটিকে পুনরায় খাল খনন করার পায়তারা করছে। এদিকে কুশিয়ারা গ্রামবাসীর পক্ষে খালেক মোল্লা,সাবেক সেনা সদস্য হাবিব,মহিবুর রহমান ভূঁইয়া ও বিল্লাল হোসেন জানান, দীর্ঘদিন যাবত কুশিয়ারা গ্রামবাসী ও কুশিয়ারা ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সুবিধার্থে রাস্তা বহাল ও ড্রেনটি দ্রুত নির্মাণের দাবি জানিয়ে প্রায় একশত জনের গণস্বাক্ষর দিয়ে একটি লিখিত আবেদন দাখিল করেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার,জেলা প্রশাসক কুমিল্লার বরাবর্ েগ্রামবাসীরা আরো জানান, দ্রুত রাস্তা ও ড্রেনটি নির্মাণ না করা হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের ডাক দিবেন বলে জানায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com