রাজধানীর জোয়ার সাহারায় লোটাস কামাল টাওয়ারে ইভেন্স গ্রুপের কনফারেন্স রুমে একজন অদম্য শিক্ষক ও একজন শিক্ষা উদ্যোক্তার মধ্যে অনুদানের চেক হস্তান্তর করা হয়। গত ১০ এপ্রিল ২০২৩, অনুদান গ্রহীতা রুবেল আলী ও বুলু মাস্টার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত হন। অনুষ্ঠানে ইভেন্স গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শবনম শেহনাজ চৌধুরী সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন এডুকেশন ওয়াচের সম্পাদক মো. খলিলুর রহমান। উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে ইভেন্স গ্রুপ ও এডুকেশন ওয়াচ আলোচনাসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হার না মানা এক প্রতিবন্ধী শিক্ষক রুবেল হোসেন এবং দুর্ঘটনায় এক পা ও এক হাত হারানো স্কুল প্রতিষ্ঠাতা নূর মোস্তফাকে (বুলু মাস্টার) সম্মাননা স্মারক প্রদান করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান। অনুষ্ঠানে সংবর্ধিত সিদ্ধেশ্বরী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ জুলহাস উদ্দিন, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ. আবদুর রহমান ও ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স-এর অধ্যক্ষ নুরুন নাহার বেগম অদম্য শিক্ষক ও শিক্ষা উদ্যোক্তাকে আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দিয়েছিলেন।