গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬ নং বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশের জেরে পরিষদের ২ সদস্যকে মারপডটের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসি। বুৃধবার (১২ এপ্রিল) বিকেল ৩ টার দিকে ইউনিয়ন পরিষদের সামনের সড়ক মানববন্ধন শেষে গাইবান্ধা- পলাশবাড়ী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, আহত ইউপি সদস্য মোর্শেদের বাবা সাবেক ইউপি সদস্য মোসলেম মিয়া, ইউপি সদস্য ময়নুল ইসলাম, সংরক্ষিত সদস্য রওশন আরা, ইউপি সদস্য বাদশা মিয়া ও আবু তাহের প্রমুখ। বক্তারা বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই বেতকাপা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা চরম স্বেচ্ছাচারিতাসহ নানা অনিয়ম-দূর্ণীতি করে আসছেন। গত সোমবার (৩ এপিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন পরিষদের নয় ইউপি সদস্য। এর জের ধরে মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল চার টার দিকে ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে পরিষদের দুই সদস্যকে মারধর করেন চেয়ারম্যানের ছেলে সাগর, ভাগ্নে উৎচ্ছল ও ভাই মাহাবুর। পরে তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মারধরের শিকার দুই সদস্য হলেন, ৯ নং ওয়ার্ড সদস্য মোর্শেদ আলম ও সংরক্ষিত ওয়ার্ড (৭,৮,৯) সদস্য আতোয়ারা বেগম। উভয়ে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। প্রস্তাবে স্বাক্ষরকারীরা হলেন, পরিষদের ২নং ওয়ার্ড সদস্য সোহেল রানা, ৪নং ওয়ার্ড সদস্য আব্দুল মালেক আকন্দ, ৫নং ওয়ার্ড সদস্য মোস্তাফিজুর রহমান মানিক, ৬নং ওয়ার্ড সদস্য আবু তাহের সরকার, ৭নং ওয়ার্ড সদস্য ময়নুল হক মন্ডল, ৮নং ওয়ার্ড সদস্য বাদশা মিয়া, ৯নং ওয়ার্ড সদস্য মোর্শেদ আলম ও সংরক্ষিত মহিলা সদস্য রওশন আরা বেগম ও আতোয়ারা বেগম। অনাস্থা প্রস্তাবে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি, ভিজিএফ ও ১%সহ বিভিন্ন বিষয়ে ১১টি অনিয়ম-দূর্ণীতির অভিযোগ উল্লেখ করা হয়।