বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০০ অপরাহ্ন

কেরানীগঞ্জে ঈদের খাদ্য সামগ্রী পেল এক হাজার দুস্থ পরিবার

শামীম আহম্মেদ (কেরানীগঞ্জ) ঢাকা :
  • আপডেট সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

ঢাকার কেরানীগঞ্জে পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে ১ হাজার দুস্থ অসহায় পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী হিসেবে সেমাই, চিনি, পুলাউ চাউল ও মুরগি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী চড়াইল খেলার মাঠে এ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঢাকা জেলার ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইয়ামিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের অন্যতম সদস্য হুমায়ুন গনি। এসময় অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন, স্থাণীয় আ’লীগের সাবেক সহসভাপতি মো. জিলহজ প্রমূখ। এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, প্রতি ঈদে আমরা আপনাদের সাথে ইফতার পার্টি ও দোয়া মাহফিল করে থাকি। মহামারীর কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে শেখ হাসিনার পক্ষ থেকে মাহে রমজান ও ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। পরিশেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ কামনা করে ঈদশুভেচ্ছা জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com