শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১০ অপরাহ্ন

মুকসুদপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ৯ ইউপি সদস্যের

খালিদুজ্জামান মুন্সী মুকসুদপুর :
  • আপডেট সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৮ নং মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন মিয়ার বিরুদ্ধে অনিয়ম,দুর্নীতি, অর্থ আতœসাৎ,সেচ্ছাচারিতাসহ,বিধিবহির্ভূত কর্মকা-ের অভিযোগ উঠেছে।পরিষদের সাধারণ সদস্য মোঃ কবির মোল্যা, জাহিদুল ইসলাম, আব্দুল মান্নান খান, মোঃ মজিবুর রহমান, ইমান আলী, সাদেকুর রহমান,রেহানা আক্তার লাকি, ও হেনাসহ ৯ জন সদস্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর এ অভিযোগ করেন। তারা অভিযোগে উল্লেখ করেন,ভূমি হস্তান্তেরের শতকরা ০১ ভাগ বরাদ্ধের টাকা আতœসাৎ, টিয়ার, কাবিখা, কাবিটা, এলজিএসপি,ভিজিডি, টিসিবি, কৃষিবিজ- সারের বিষয়গুলো নিয়ে পরিষদে কোন প্রকার সভা আলাপ-আলোচনা ছাড়াই তার খেয়াল খুশিমতো বন্টন ও নিজে কাজ করে থাকেন। এছাড়া মহারাজপুর ইউনিয়নের সব হাট-বাজারের ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরের ট্রেড লাইসেন্স বাবদ যথাক্রমে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা গ্রামপুলিশ দিয়ে উত্তোলন করে আতœসাৎ করেন। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতার নাম পুনঃস্থাপন বাবদ অনলাইনের কথা বলে সদস্যদের কাছে থেকে জন প্রতি ৫০০ থেকে ১০০০ টাকা নিয়ে থাকেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ কালে তিনি বলেন আমি একটি দরখস্তের কপি পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com