বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন

কালীগঞ্জে প্রতি লিটার পেট্রোলে প্রায় ১০০ গ্রাম চুরির অভিযোগ

হুমায়ুন কবির (কালীগঞ্জ) ঝিনাইদহ :
  • আপডেট সময় শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। এই বাড়তি দামের মধ্যেও ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার যশোর মহাসড়ক সংলগ্ন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিলার বৈশাখী ফিলিং স্টেশনে ভোক্তাদের জ্বালানি তেলের মাপে কম দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। কালিগঞ্জ আড়পাড়া এলাকার তাপস ঘোষের ছেলে সৌরভ ঘোষ গতকাল শনিবার দুপুর দুইটার দিকে তার মোটরসাইকেলের মাইলেজ পরিমাপের জন্য বোতলে এক লিটার পেট্রোল ক্রয় করেন বৈশাখী ফিলিং স্টেশন থেকে। ক্রয় কৃত পেট্রোল দেখে তার সন্দেহ হলে ফিলিং স্টেশনে থাকা তেল পরিমাপের যন্ত্র দ্বারা উপস্থিত স্টাফদের সামনে পুনরায় ঐ ১ লিটার তেল মাপ দেন। এরপর তিন লক্ষ করেন এক লিটার পেট্রলে প্রায় ১০০ গ্রাম পেট্রোল তাকে কম দেওয়া হয়েছে। এভাবে দীর্ঘদিন ধরে বৈশাখের ফিলিং স্টেশন ডিজেল, পেট্রোল ও অকটেন তেলে ভোক্তাদের লিটারপ্রতি কম দিয়ে অনৈতিকভাবে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। ভুক্তভোগী সৌরভ ঘোষ জানান, বৈশাখী ফিলিং স্টেশন প্রতি লিটার পেট্রোলে প্রায় ১০০ গ্রাম করে কম দিচ্ছে। তেল বিক্রয়কারী এই প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত এভাবেই ভোক্তাদেরকে ঠকিয়ে যাচ্ছে। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এই অসাধু প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য। বৈশাখী ফিলিং স্টেশনের ম্যানেজার লিটন মিয়া বলেন, মেশিনের ত্রুটি ও অতিরিক্ত গরমের কারণে লিটারে কিছু তেল কম হতে পারে। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব এর সাথে কথা হলে তিনি বলেন, পরিমাপে কম দেওয়া আইনত অপরাধ। বৈশাখী ফিলিং স্টেশনের বিরুদ্ধে ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি তেল কম দেওয়ার যে অভিযোগ উঠেছে তার সত্যতা যাচাই করে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com