মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

তামিমকে নিয়ে আশাবাদী হাথুরু, ফিজকে করতে চান পরীক্ষা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে টাইগারদের তিন দিনের অনুশীলন ক্যাম্প আজ শেষ হয়েছে। অনুশীলন শেষে নানা ইস্যুতে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান কোচ হাথুরুসিংহে। এই সময় নির্দিষ্ট কিছু ক্রিকেটারদের নিয়েও কথা বলতে দেখা যায় তাকে। সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অধিনায়ক তামিম ইকবালের। ব্যর্থতার বেড়াজালে আটকে আছেন তিনি। তবে এই বাঁহাতি ব্যাটারের ফর্ম নিয়ে একেবারেই চিন্তিত নন হাথুরু, শুনিয়েছেন আশার বাণী। কথা বলেছেন মোস্তাফিজ-মৃত্যুঞ্জয়কে নিয়েও। আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে টাইগারদের তিন দিনের অনুশীলন ক্যাম্প আজ শেষ হয়েছে। অনুশীলন শেষে নানা ইস্যুতে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান কোচ হাথুরুসিংহে। এই সময় নির্দিষ্ট কিছু ক্রিকেটারদের নিয়েও কথা বলতে দেখা যায় তাকে। ছন্দহীন তামিম ইকবালকে নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘তামিম খুব ভালো ব্যাটিং করছে। এই ক্যাম্পে যেভাবে ব্যাটিং করেছে, আমি খুব খুশি। তবে নির্দিষ্ট কাউকে নিয়ে চিন্তিত নই আমি। পুরো দল নিয়েই ভাবছি, ভাবছি কিভাবে আমরা আরো ভালো করতে পারি। মোস্তাফিজ প্রসঙ্গে তিনি বলেন, ‘কেউ যখন না খেলে, তখন বলা খুব কঠিন যে- সে ফর্মে আছে বা ফর্মে নেই। সে সাম্প্রতিক সময়ে) খুব বেশি ম্যাচ খেলেনি। সে যখনই খেলেছে, ভালো করেছে, দলের হয়ে কাজটা করেছে। তো সে ফেরার পর (আইপিএল থেকে) আমাকে দেখতে হবে কেমন পারফর্ম করে।’ কথা বলেন প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পাওয়া মৃত্যুঞ্জয় চৌধুরীকে নিয়েও। মূলত পেস বোলিং অলরাউন্ডারের প্রয়োজনীয়তা থেকেই তাকে নেয়া হয়েছে বলে জানান হাথুরু। এই প্রসঙ্গে উঠতেই তার বক্তব্য, ‘আমাদের পেস বোলিং অলরাউন্ডার দরকার আমি তার খুব বেশি ব্যাটিং দেখিনি। আমি শুনেছি সে ভালো বোলার। ম্যাচের তিন ফেজেই বল করার সক্ষমতা আছে। কিন্তু তার দেখাতে কী করতে পারে, আর তার মাঝে কতটা সামর্থ্য আছে।’ এদিকে জাতীয় দলে নাসুম-তাইজুলের মাঝে যেন চলছে ইঁদুর-বেড়াল খেলা। এক সিরিজে নাসুম আহমেদ খেলছেন তো পরের সিরিজে তাইজুল ইসলাম। এই বিষয়ে হাথুরুসিংহে জানালেন, বিশ্বকাপের পরিকল্পনা সাজাতেই এমনটা করছেন। এমনকি বিশ্বকাপের আগ পর্যন্ত দুজনের মাঝে অদল-বদলের এই প্রক্রিয়া চলবেই বলে জানান তিনি। হাথুরুসিংহে বলেন, ‘আমি স্কোয়াড বড় করতে চাই। সবাইকে অনেক অভিজ্ঞতা দিতে চাই। ফলে বিশ্বকাপের আগে অবধি এমন চলতেই থাকবে।’ এমন প্রক্রিয়ার তাদের দুজনের মাঝে কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ। হাথুরুসিংহে বলেন, ‘তাদের সাথে যথেষ্ট কথা হয়েছে। ব্যাখ্যা করেছি কেন তারা আছে, কেন নেই। আশা করি প্রভাব ফেলবে না। যদি করে, তাহলে এটা চাপের মধ্যে তাদের পারফরম্যান্সে প্রভাব ফেলবে। ওই ধরনের খেলোয়াড় আমরা দলে চাই না।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com