আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে টাইগারদের তিন দিনের অনুশীলন ক্যাম্প আজ শেষ হয়েছে। অনুশীলন শেষে নানা ইস্যুতে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান কোচ হাথুরুসিংহে। এই সময় নির্দিষ্ট কিছু ক্রিকেটারদের নিয়েও কথা বলতে দেখা যায় তাকে। সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অধিনায়ক তামিম ইকবালের। ব্যর্থতার বেড়াজালে আটকে আছেন তিনি। তবে এই বাঁহাতি ব্যাটারের ফর্ম নিয়ে একেবারেই চিন্তিত নন হাথুরু, শুনিয়েছেন আশার বাণী। কথা বলেছেন মোস্তাফিজ-মৃত্যুঞ্জয়কে নিয়েও। আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে টাইগারদের তিন দিনের অনুশীলন ক্যাম্প আজ শেষ হয়েছে। অনুশীলন শেষে নানা ইস্যুতে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান কোচ হাথুরুসিংহে। এই সময় নির্দিষ্ট কিছু ক্রিকেটারদের নিয়েও কথা বলতে দেখা যায় তাকে। ছন্দহীন তামিম ইকবালকে নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘তামিম খুব ভালো ব্যাটিং করছে। এই ক্যাম্পে যেভাবে ব্যাটিং করেছে, আমি খুব খুশি। তবে নির্দিষ্ট কাউকে নিয়ে চিন্তিত নই আমি। পুরো দল নিয়েই ভাবছি, ভাবছি কিভাবে আমরা আরো ভালো করতে পারি। মোস্তাফিজ প্রসঙ্গে তিনি বলেন, ‘কেউ যখন না খেলে, তখন বলা খুব কঠিন যে- সে ফর্মে আছে বা ফর্মে নেই। সে সাম্প্রতিক সময়ে) খুব বেশি ম্যাচ খেলেনি। সে যখনই খেলেছে, ভালো করেছে, দলের হয়ে কাজটা করেছে। তো সে ফেরার পর (আইপিএল থেকে) আমাকে দেখতে হবে কেমন পারফর্ম করে।’ কথা বলেন প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পাওয়া মৃত্যুঞ্জয় চৌধুরীকে নিয়েও। মূলত পেস বোলিং অলরাউন্ডারের প্রয়োজনীয়তা থেকেই তাকে নেয়া হয়েছে বলে জানান হাথুরু। এই প্রসঙ্গে উঠতেই তার বক্তব্য, ‘আমাদের পেস বোলিং অলরাউন্ডার দরকার আমি তার খুব বেশি ব্যাটিং দেখিনি। আমি শুনেছি সে ভালো বোলার। ম্যাচের তিন ফেজেই বল করার সক্ষমতা আছে। কিন্তু তার দেখাতে কী করতে পারে, আর তার মাঝে কতটা সামর্থ্য আছে।’ এদিকে জাতীয় দলে নাসুম-তাইজুলের মাঝে যেন চলছে ইঁদুর-বেড়াল খেলা। এক সিরিজে নাসুম আহমেদ খেলছেন তো পরের সিরিজে তাইজুল ইসলাম। এই বিষয়ে হাথুরুসিংহে জানালেন, বিশ্বকাপের পরিকল্পনা সাজাতেই এমনটা করছেন। এমনকি বিশ্বকাপের আগ পর্যন্ত দুজনের মাঝে অদল-বদলের এই প্রক্রিয়া চলবেই বলে জানান তিনি। হাথুরুসিংহে বলেন, ‘আমি স্কোয়াড বড় করতে চাই। সবাইকে অনেক অভিজ্ঞতা দিতে চাই। ফলে বিশ্বকাপের আগে অবধি এমন চলতেই থাকবে।’ এমন প্রক্রিয়ার তাদের দুজনের মাঝে কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ। হাথুরুসিংহে বলেন, ‘তাদের সাথে যথেষ্ট কথা হয়েছে। ব্যাখ্যা করেছি কেন তারা আছে, কেন নেই। আশা করি প্রভাব ফেলবে না। যদি করে, তাহলে এটা চাপের মধ্যে তাদের পারফরম্যান্সে প্রভাব ফেলবে। ওই ধরনের খেলোয়াড় আমরা দলে চাই না।’