বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনা ২ স্কুল ছাত্রীসহ ৪ জন নিহত, বিচারের দাবিতে মানববন্ধন

জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল :
  • আপডেট সময় বুধবার, ৩ মে, ২০২৩

সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নিরাপদ সড়কের দাবিতে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালি ইউনিয়নের ভাইঘাটে ধোপাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আকবর হোসেনের নেতৃত্বে দীর্ঘ মানববন্ধন করছে ভাইঘাট সহ ধনবাড়ী বাসী। গতকাল সকাল ১০টা থেকে ভাইঘাট বাস স্ট্যান্ড থেকে বাগিল পর্যন্ত ঢাকা-জামালপুর মহাসড়কের পাশে তারা এ মানববন্ধন করছে। মানববন্ধনে অংশগ্রহণ করছে ভাইঘাট উচ্চ বিদ্যালয়, ভাইঘাট আইডিয়াল ডিগ্রী কলেজ, ভাইঘাট মানবিক ফাউন্ডেশন ভাইঘাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ভাইঘাট দাখিল মাদ্রাসা, ভাইঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাইঘাট শিশু একাডেমী স্কুল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন। এসময় তারা স্পিড ব্রেকার নির্মাণ, ট্রাফিক পুলিশ মোতায়েন, সড়কবাতি স্থাপন, রোড ডিভাইডারের মাধ্যমে পৃথক লেন এবং দূরপাল্লার বাসে দুইজন করে চালক রাখার দাবি জানান।’ মানববন্ধনের নেতৃত্বকারী ধোপাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, যানবাহনগুলোর মুখোমুখি সংঘর্ষ, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাকবলিত হয়ে পথচারীদের হতাহতের ঘটনা এখানকার নিত্যদিনের সঙ্গী, পঙ্গুত্ববরণ করে অনেকের জীবনে নেমে আসে অমানিশার ঘোর অন্ধকার। ভুক্তভোগী পরিবারগুলোকে দুর্ঘটনার জের সারাজীবন বয়ে বেড়াতে হয়। দুর্ঘটনার কবলে পড়ে অকালে কোনো মা সন্তানহারা, স্ত্রী স্বামীহারা কিংবা সন্তান পিতৃহারা বাবা সন্তান হারা হয়েছেন। আমরা এর প্রতিকার চাই। মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সামাজিক দায়বদ্ধতা থেকেই জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপদ সড়কের দাবিতে এ কর্মসূচি। পরিবহন ও যোগাযোগ ক্ষেত্রে নানা অনিয়ম, অদক্ষতার কারণে এসব দুর্ঘটনাকে দায়ী করে অংশগ্রহণকারীরা নিরাপদ সড়কের জন্য যেখানে যা যা প্রয়োজন সেখানে তাই স্থাপন করার দাবি জানান। মানববন্ধনটির সার্বিক তথা অবদানে ছিলেন, মোঃ জাহাঙ্গীর আলম মানিক চেয়ারম্যান ভাইঘাট মানবিক ফাউন্ডেশন। মানববন্ধনে ধোপাখালি ইউনিয়নের প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় দুই শতাধিক সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, সেবামূলক সংগঠন, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, উপজেলার মহীলা হাই চেয়ারম্যান লিনা বকল পৌরসভার প্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার হাজারো মানুষ অংশ নিয়েছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com