বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

ভালুকায় একই জমির মালিকানা নিয়ে বিরোধ, ধান কাটতে গিয়ে সংঘর্ষে আহত ২

বিল্লাল হোসেন (ভালুকা) ময়মনসিংহ
  • আপডেট সময় বুধবার, ৩ মে, ২০২৩

ময়মনসিংহের ভালুকায় বুধবার বিকালে ধান কাটা নিয়ে সংঘর্ষে দুই মহিলা আহত হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার দক্ষিন ডাকাতিয়া গ্রামের বাচ্চু মিয়ার ডাকাতিয়া মৌজার ১৭৭৯ নং খতিয়ানের ৮৬০২ সাবেক ২৫৬৩৪ নং হাল দাগের ২০ শতাংশ জমিতে বোরো ধান রোপন করেন। প্রতিপক্ষ মনোয়ারা খাতুন ওই জমির ধান কাটতে চাইলে বাচ্চু মিয়া ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর কাছে মৌখীক অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান তার গ্রাম পুলিশ পাঠিয়ে ধান না কাটার জন্য উভয় পক্ষকে নিষেধ করেন। চেয়ারম্যানের নিষেধ অমান্য করে মনোয়ারা খাতুন বুধবার বিকালে ৪/৫ জন লোক নিয়ে কাঁচা ধান কাটতে গেলে বাচ্চু মিয়ার স্ত্রী তাদেরকে বাঁধা দেয়। এনিয়ে দুপক্ষের কথা-কাটাকাটির এক পর্যায়ে মারামারিতে লিপ্ত হয়। এতে দুইজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ জানান, ধানকাটা অবস্থায় বাচ্চু মিয়া মোবাইল ফোনে জানালে গ্রাম পুলিশ পাঠিয়ে উভয় পক্ষকে ধান কাটতে নিষেধ করি। পরবর্তীতে ওই দিনরাতেই আবারও মোবাইল ফোনে বাচ্চু মিয়া জানা যায়। মারামারি হয়েছে এতে দুইজন আহত হয়। স্থানীয় একাধিক লোকজন জানান, মনোয়ারা খাতুন এর চাঁন মাহমুদ প্রথম ভগ্নবতী ছিল পরবর্তীতে মনোয়ারা খাতুন তার বোনের দুর্বল জাগা জানতেন। তাই তার বোনকে মানসিক বিভিন্ন নির্যাতন চালিয়ে যাওয়া তার বোন হার্ট অ্যাটেক করে মারা যান। এর পর চাঁন মাহমুদের সঙ্গে মনোয়ারা খাতুন বিবাহ আবদ্ধ হয়। এব্যাপারে ভালুকা মডেল থানার এসআই জানান, কালাম জানান, অবুঝ অভিযোগ পেয়েছি তদন্তধীন রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com