জগৎ জীবন সংসার সহ মানব কুলে অধর্ম-অন্যায় ব্যভিচার এর করালে নিস্পেষিত। তার পরিত্রানের উত্তরনে সনাতন ধর্মের অমৃত কথা বা কৃষ্ণ রাধার নামের সংকীর্ত্তন, মানব সমাজে পূর্ণ্যরে প্রকাশ ঘটায় এবং মানবের মাঝে শান্তি বিরাজ করার লক্ষ্যে গলাচিপা সর্বজনীন কেন্দ্রীয় কালিমন্দির আঙ্গিঁনায় বিভিন্ন হরি নাম সাধন শিল্পি গোষ্ঠির প্রদর্শনে ৫ই মে/২৩ তারিখ শুক্রবার সূর্যদয়র থেকে ১২ মে/২৩ তারিখ পর্যন্ত শ্রী শ্রী তারক ব্রক্ষ্ম মহানাম সংকীর্ত্তন শুরু হয়েছে। এ ছাড়া মন্দির আঙ্গিঁনায় কীর্ত্তন শুরুর আগে শ্রীমদ্ভগবত পাঠ, শীতলা ও কালী মাতার পূজা মহানাম যজ্ঞ সহ মঙ্গলঘট স্থাপন সহ শত শত ভক্তদের সুবিধার্থে খাওয়ার ব্যবস্থাসহ প্রতিদিন প্রসাদ বিতরন এবং সমস্ত দিনে মহা প্রভুর ভোগরাগ অন্তে, মহা প্রসাদ বিতরনের আয়োজন করেছে মন্দির কমিটি। হরি নাম সংকীর্ত্তনে চলতি বছর ১১ দল যথাক্রমে কৃষ্ণ ভক্ত সম্প্রদায় (খুলনা), জয়গুরু সম্প্রদায় (গোপালগঞ্জ), শ্রী গৌরাঙ্গ সম্প্রদায় (খুলনা), চৈতন্য সুন্দর (বরগুনা), সুরধ্বনী (চট্টগ্রাম), বঙ্কুবিহারী (ঢাকা), কৃষ্ণ মুরারী (পিরুজপুর), ভবতারন (ঢাকা), গোরাচাঁদ (বরিশাল), শচিনন্দন (কুষ্টিয়া) ও ভুবন সোহিনী (খুলনা)। মহানাম সংকীর্ত্তন বিষয়ে মন্দির কমিটির সভাপতি বাবু দিলীপ কুমার বনিক, সাধারন সম্পাদক বাবু তাপস দত্ত, কমিটির সদস্য সমীর কুষ্ণ পাল ও মন্দিরের বিজ্ঞ পুরোহীত শ্রী বাসুদেব চক্রবর্তী ৫৬ প্রহরের সকল আয়োজন সম্পন্ন করেছে। কমিটি নেতৃবীন্দু স্থানীয় জন প্রতিনিধি, সুশীল সমাজ, গন্য-মান্য ব্যক্তিবর্গ, পুলিশ বাহীনি ও প্রশাসনের সার্বিক নিরাপত্তার জন্য সহাযোগীতা কামনা করে। “হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে” এই মধুর স্বরের র্মূছনায় ভক্তরা প্রার্থনা ও শান্তি লাভ করে।