রবিবার, ১৯ মে ২০২৪, ০২:০৪ অপরাহ্ন

ভূমিকম্প হলে দ্রুত যা করবেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০২৩

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয় শুক্রবার (৫ মে) সকাল ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল প্রথমে ঢাকার দোহার উপজেলা উল্লেখ করা হলেও পরবর্তী সময়ে জানা যায় নারায়ণগঞ্জের রূপপুরে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প ঘটেছে। একই দিনে স্থানীয় সময় দুপুর ২টা ৪২ মিনিটের দিকে জাপানে ৬ দশমিক ৩ মাত্রা একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ সময় এর গভীরতা ছিল ১০ কিলোমিটার বলে জানায় জাপানের আবহাওয়া বিভাগ। জাপানের ইশিকাওয়া প্রিফেকচার ও এর আশপাশের এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানা গেছে।
ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে বুদ্ধি কাজে লাগিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে সবারই কিছু করণীয় আছে, জেনে রাখুন ভূমিকম্প হলে দ্রুত কী করবেন আর কী করবেন না-
১. ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত হবেন না।
২. ভূকম্পনের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিন।
৩. রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বের হতে হবে।
৪. বিম, কলাম ও পিলার ঘেঁষে আশ্রয় নিন।
৫. শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থান করার সময় স্কুলব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ বা শক্ত টেবিলের নিচে আশ্রয় নিন।
৬. ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি, বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলাস্থানে আশ্রয় নিন।
৭. গার্মেন্টস ফ্যাক্টরি, হাসপাতাল, মার্কেট ও সিনেমা হলে থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় কিংবা ধাক্কাধাক্কি না করে দু’হাতে মাথা ঢেকে বসে পড়ুন।
৮. ভাঙা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়ার চেষ্টা করবেন না। কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন, যাতে ধুলাবালি শ্বাসনালিতে না যায়।
৯. একবার কম্পন হওয়ার পর আবারও কম্পন হতে পারে। তাই সুযোগ বুঝে বের হয়ে খোলা স্থানে আশ্রয় নিন।
১০. ওপর তলায় থাকলে কম্পন বা ঝাঁকুনি না থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাড়াহুড়ো করে লাফ দিয়ে বা লিফট ব্যবহার করে নামা থেকে বিরত থাকুন।
১১. কম্পন বা ঝাঁকুনি থামলে সিঁড়ি দিয়ে দ্রুত বেরিয়ে পড়ুন ও খোলা আকাশের নিচে অবস্থান নিন।
১২. গাড়িতে থাকলে ওভার ব্রিজ, ফ্লাই ওভার, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামান। ভূকম্পন না থামা পর্যন্ত গাড়ির ভেতরে থাকুন।
১৩. ব্যাটারিচালিত রেডিও, টর্চলাইট, পানি ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বাড়িতে রাখুন।
১৪. বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করুন। সূত্র: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com