সোমবার, ০৬ মে ২০২৪, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
দিল্লি বিমানবন্দরে বাংলাদেশী গার্মেন্টসের রফতানি বাড়ায় ভারতীয়দের আপত্তি নকলায় বিএনপির ৪ নেতানেত্রীকে বহিষ্কার পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য ১২ দিনে পানিতে ডুবে ১২ শিশুর মৃত্যু অর্থবছরের ছয় মাসে রাজস্ব আহরণ প্রায় ১৪ শতাংশ বেড়েছে: অর্থমন্ত্রী চাঁদপুর সেচ প্রকল্প বাঁধের মাটি ইটভাটায় ব্যবহারের অভিযোগ বরিশালে ৮ ঘন্টা বন্ধ থাকার পর অভ্যন্তরীন ও দুরপাল্লার বাস চলাচল শুরু : অতিরিক্ত পুলিশ মোতায়েন আপনাদের সহায়তায় সুস্থ জীবন চাই শ্রীমঙ্গলে সদ্যপ্রতিষ্ঠিত নূরে মদিনা মাদরাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা ও লেখাপড়ার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা ফুলপুরে চেয়ারম্যান প্রার্থী হাবিবের মিছিল

ডায়াবেটিস রোগীর কিডনি-হার্ট-চোখ নষ্ট হতেই যে লক্ষণ দেখা দেয়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

এখন প্রায় প্রতিটি ঘরে ঘরেই ডায়াবেটিসের রোগী আছে কমবেশি। এই রোগকে বলা হয় নীরব ঘাতক। কারণ রক্তে শর্করা কখন বাড়তে শুরু করে, রোগী তা একেবারেই টের পান না।
ডায়াবেটিস বেড়ে গেলেই এর লক্ষণ দেখা দিতে শুরু করে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা জরুরি, না হলে শরীরের গুরুত্বপূর্ণ সব অঙ্গ-প্রত্যঙ্গে এর কঠিন প্রভাব পড়তে পারে।
সিডিসি’র তথ্য অনুযায়ী, ডায়াবেটিস হলে ঘন ঘন প্রস্রাব, অতিরিক্ত তৃষ্ণা, কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া, অতিরিক্ত ক্ষুধামন্দা, হাত-পা অবশ হয়ে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি, শুষ্ক ত্বক, ত্বকে ইনফেকশনের মতো লক্ষণ দেখা দিতে শুরু করে।
ডায়াবেটিসের শেষ লক্ষণ কখন দেখা যায়? ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে স্নায়ু নষ্ট করে দেয়। যার কারণে চোখ, পা, হার্ট, কিডনি, স্নায়ুর মতো অন্যান্য অঙ্গও ক্ষতিগ্রস্ত হতে শুরু করে ও এটিই এই রোগের শেষ পর্যায়। একই সময় আপনি এর শেষ লক্ষণগুলো দেখতে পাবেন।
কিডনি নষ্ট হওয়ার লক্ষণ: >> উচ্চ রক্তচাপ >> প্রস্রাবে প্রোটিন বেড়ে যাওয়া >> পা, গোড়ালি, হাত ও চোখ ফুলে যাওয়া >> ঘন ঘন মূত্রত্যাগ >> ক্ষুধামন্দা >> বমি বমি ভাব বা বমি >> ক্রমাগত চুলকানি
হার্টের ক্ষতির লক্ষণ: >> শ্বাসকষ্ট >> ক্লান্তি >> মাথা ঘোরা >> অস্বাভাবিক হৃদস্পন্দন >> পা ও গোড়ালি ফোলা >> বুক ব্যাথা
চোখের ক্ষতির লক্ষণ:এনএইচএসের মতে, উচ্চ চিনির কারণে চোখের ক্ষতিকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলা হয়। এতে চোখের আলো ধীরে ধীরে কমতে থাকে বা ঝাপসা হতে থাকে। একই সময়ে, আপনার চোখের সামনে বিভিন্ন আকার উপস্থিত হতে শুরু করে। সূত্র: প্রেসওয়ার ১৮




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com