সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন

ঢাকায় ইন্ডিয়ান ওশান কনফারেন্সে আমন্ত্রণ পায়নি মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামী ১২-১৩ মে ঢাকায় ইন্ডিয়ান ওশান কনফারেন্স (আইওসি) আয়োজনের মাধ্যমে ভারত মহাসাগরের দেশগুলোর সাথে বাংলাদেশের অংশীদারিত্ব আরো জোরদার হবে। মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিং রূপুন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ ২৫টি দেশের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল সম্মেলনে যোগ দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ড. মোমেন বলেন, সম্মেলনে ডি-৮, সার্ক ও বিমসটেকের প্রতিনিধিসহ প্রায় ১৫০ জন বিদেশী অতিথি অংশ নেবেন। অংশগ্রহণকারী মন্ত্রীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম বলেন, মরিশাসের সাথে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে এবং প্রেসিডেন্টের সফরের মাধ্যমে এ সম্পর্ক আরো জোরদার হবে। এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, সম্মেলনে মিয়ানমারকে আমন্ত্রণ জানানো হয়নি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১২ মে রাজধানীর একটি হোটেলে সম্মেলনের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী অতিথিদের সম্মানে একটি নৈশভোজেরও আয়োজন করবেন। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ইন্ডিয়া ফাউন্ডেশনের আয়োজনে এই সম্মেলনের ষষ্ঠ আসর অনুষ্ঠিত হচ্ছে।
পিস, প্রসপারিটি অ্যান্ড পার্টনারশিপ ফর আ রেজিলিয়েন্ট ফিউচার- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভারত মহাসাগরীয় অ লকে শক্তিশালী করার রোডম্যাপ প্রণয়নের জন্য মূল অংশীজনদের একটি আলোকিত সমাবেশ অনুষ্ঠিত হবে। ইন্ডিয়ান ওশান কনফারেন্স (আইওসি) ২০১৬ সালে শুরু হয় এবং গত ছয় বছরে এটি আ লিক বিষয়ে এই অ লের দেশগুলোর জন্য ‘ফ্ল্যাগশিপ কনসালটেটিভ ফোরাম’ হিসেবে আবির্ভূত হয়েছে। এই সম্মেলনে এই অ লের গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো এবং প্রধান সামুদ্রিক অংশীদারদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে একত্রিত করার চেষ্টা করা হয়, যাতে এই অ লের সকলের জন্য সুরক্ষা ও প্রবৃদ্ধির জন্য আ লিক সহযোগিতার সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করা যায়। সম্মেলনের প্রথম আসর অনুষ্ঠিত হয় ২০১৬ সালে সিঙ্গাপুরে। এতে মন্ত্রী, রাজনৈতিক নেতা, কূটনীতিক, কৌশলগত চিন্তাবিদ, শিক্ষাবিদ ও গণমাধ্যমসহ ২২টি দেশের ৩০০ জনেরও বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com